ঠাকুগাঁও
ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে ট্রাকচাপায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার বিকালে মহাসড়কের সালন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক সবুজ (৪০) ঠাকুরগাঁও শহরের পূর্ব গোয়ালপাড়ার মৃত সাহাজাদার রহমানের ছেলে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী অফিসার রেদওয়ান হোসেন জানান, সালন্দর মাদরাসার সামনে একটি ট্রাক্টরের তেলের ট্যাঙ্কি ফেটে তেল রাস্তায় ছড়িয়ে পড়েছিল। পঞ্চগড়ের দিক থেকে ঠাকুরগাঁওয়ে আসার সময় একটি মোটরসাইকেল আরোহী সড়কের ওই তেলে পিছলে রাস্তায় পরে যায়। এসময় পিছন থেকে একটি ট্রাক মোটরসাইকেল আরোহীকে পিষ্ট করে চলে যায় এবং ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যায়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত
ঢাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
৩ বছর আগে