মিস ইউনিভার্স
২০২৩ এর মিস ইউনিভার্স যুক্তরাষ্ট্রের আর’বনি গাব্রিয়েল
২০২৩ সালের মিস ইউনিভার্সের খেতাব জিতেছেন যুক্তরাষ্ট্রের টিএস। এই খেতাব জয়ী প্রথম ফিলিপিনো-আমেরিকান গাব্রিয়েল।
স্থানীয় সময় শনিবার রাতে অনুষ্ঠিত এই আয়োজনে ৮৩ জন প্রতিযোগীর মধ্যে সেরার মুকুট জিতে নেন মিস আমেরিকা গাব্রিয়েল।
একাধারে তিনি একজন ফ্যাশন ডিজাইনার, মডেল ও সেলাই প্রশিক্ষক।
বিজয়ীর নাম ঘোষণার নাটকীয় মুহুর্তে গ্যাব্রিয়েল তার চোখ বন্ধ করে রানার-আপ মিস ভেনিজুয়েলা আমান্ডা দুদামেলের হাত জড়িয়ে ধরেন।
আরও পড়ুন: মিস ইউনিভার্স ২০২১: কে এই হারনাজ সান্ধু
এরপর গাব্রিয়েলের মাথায় মুকুট পরিয়ে দেন ২০২২ এর মিস ইউনিভার্স ভারতের হারনাজ সান্ধু।
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন মিস ভেনিজুয়েলা ও মিস ডোমিনিক রিপাবলিক।
প্রসঙ্গত, ২০২৩ এর এই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ভারতের দিভিতা রাই। কিন্তু তিনি সেরা ১৬’র পর আর এগোতে পারেননি।
উল্লেখ্য, ভারতের দিভিতা রাই গত বছর মিস ডিভা ইউনিভার্স প্রতিযোগিতা জিতেছিলেন। এবং এরই সঙ্গে তিনি ২০২১ সালের সৌন্দর্য প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছিলেন।
ভারতীয়দের মধ্যে হারনাজ সান্ধুর আগে সুস্মিতা সেন ও লারা দত্ত মিস ইউনিভার্স খেতাব জিতেছিলেন।
আরও পড়ুন: মিস ইউনিভার্স হলেন ভারতের হারনাজ সান্ধু
১ বছর আগে
মিস ইউনিভার্স হলেন ভারতের হারনাজ সান্ধু
মিস ইউনিভার্সের ৭০তম আসরের মুকুট জিতেছেন ভারতের হারনাজ সান্ধু। মোট ৮০ জন প্রতিযোগীকে টপকে এ মুকুট জিতেছেন তিনি।
রবিবার ইসরায়েলের ইলা শহরের রেড সি রিসোর্টে গত বছরের মিস ইউনিভার্স মেক্সিকোর আন্দ্রেয়া মেজা তাকে এ বারের মুকুট পরিয়ে দেন। স্থানীয় সময় মধ্যরাতে শুরু হওয়া অনুষ্ঠানটি ভোররাত ৫টার দিকে শেষ হয়।
তবে সাম্প্রতিক সপ্তাহে প্রতিযোগিতাটি অন্যান্য কারণেও সবার দৃষ্টি আকর্ষণ করে। ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েল সরকারের আচরণে প্রতিবাদ জানিয়ছে এ প্রতিযোগিতা এড়িয়ে যাওয়ার আহ্বান জানায় তৃণমূল ফিলিস্তিনি নেতৃত্বাধীন বয়কট আন্দোলন।
শেষ পর্যন্ত মালয়েশিয়া করোনার কথা বলে এ প্রতিযোগিতায় কোনো প্রতিনিধি পাঠায়নি। এছাড়া দক্ষিণ আফ্রিকাও তাদের দেশের প্রতিনিধির প্রতি সমর্থন প্রত্যাহার করে নেয়।
এছাড়া করোনার নতুন ধরন ওমিক্রনের জন্যও এবারের আসর বাধাগ্রস্ত হয়। কেননা ইসরায়েলকে বিদেশি পর্যটকদের জন্য তার দেশের সীমান্ত বন্ধ করে দিতে হয়।
রবিবারের প্রতিযোগিতার পুরো সময় জুড়ে প্রতি ৪৮ ঘণ্টা পর পর প্রত্যেক প্রতিযোগীকে করোনার পরীক্ষা করাতে হয়েছে। একই সঙ্গে মাস্ক সংক্রান্ত নিয়মাবলীও তাদের মেনে চলতে হয়েছে।
তবে এত সুরক্ষার পরও ফ্রান্সের প্রতিযোগী ক্লিমেন্স বোটিনো ইসরায়েলে আসার পর পরই করোনা পজেটিভ হন। এ জন্য তাকে ১০ দিন কোয়ারেন্টাইন থাকতে হয় এবং এরপর থাকে ভাইরাস মুক্ত ঘোষণা করে প্রতিযোগিতায় পুনরায় যোগদানের অনুমতি দেয়া হয়।
আরও পড়ুন: মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০: সেরা ৫০ প্রতিযোগীর নাম ঘোষণা
মিস ইউনিভার্স মুকুট পড়লেন আফ্রিকান সুন্দরী
৩ বছর আগে