নারী খুন
চুয়াডাঙ্গায় নারী খুন, ভাইকে মারধর
চুয়াডাঙ্গা দামুড়হুদার উপজেলার দর্শনার মোহাম্মদপুরে বাড়ি থেকে তুলে নিয়ে মিম খাতুন ওরফে মর্জিনাকে (৩০) হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভাই আলমগীর হোসেনকে (৩৫) মারধর করা হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (২২ অক্টোবর) ভোরে নিজ বাড়ির অদূরে একটি বেগুন খেত থেকে মিমের লাশ উদ্ধার করে পুলিশ।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মিম খাতুন দামুড়হুদার উপজেলার দর্শনা পৌরসভাধীন মোহাম্মদপুর গ্রামের মৃত আরমান আলীর মেয়ে। তার স্বামীর নাম সুরুজ মিয়া। সে স্বামীর সঙ্গে বাবার বাড়িরে বাস করতেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড
দর্শনা পৌরসভার ২নং ওয়ার্ড কমিশনার এনামুল কবির বলেন, রবিবার রাত ৮টার দিকে কয়েকজন দুর্বত্ত মিম ও তার ভাই আলমগীরকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এ সময় বাড়িতে তাদের মাও ছিলেন। ঘটনাটি স্থানীয়দের না জানালেও তারা পুলিশকে জানান।
তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি করে না পেয়ে চলে যান। ভোরে স্থানীয়রা বেগুন খেতে একটি রক্তাক্ত লাশ দেখতে পান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠান।
আহত আলমগীর হোসেন বলেন, রাত ৮টার দিকে কয়েকজন দুর্বত্তরা বাড়ির সামনে থেকে আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে। আমার চিৎকারে আমার বোন ছুটে আসলে তাকেও ধরে ফেলে। এ সময় বোন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। এরপর আমি আর কিছু জানি না। পরবর্তীতে আমাকে পাশের বেগুন খেতে নিয়ে হাত-পা বেঁধে মারধর করে। পরে স্থানীয় আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় আইনজীবীর মৃত্যু
তিনি আরও বলেন, ‘আমার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে মামলা চলছে। আমার বোন তাকে মারধর করেছিল। এ কারণে বিভিন্ন সময় আমাকে হুমকি দিতো দ্বিতীয় স্ত্রী। থানায় জিডিও (সাধারণ ডায়েরি) করেছি। আমার ধারণা- এরই জেরে তারা এ ঘটনা ঘটিয়েছে।’
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশের একাধিক টিম। মামলা প্রক্রিয়াধীন। লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় শিক্ষককে মারধর: অভিযুক্ত ছাত্রকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠিয়েছেন আদালত
১ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে স্বামীর হাতে নারী খুনের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক কলহের জের ধরে রবিবার সন্ধ্যায় এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
নিহত রিনা বেগম (৩০) উপজেলার কমলাকান্তপুর গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী।
আরও পড়ুন: জমি নিয়ে বিরোধের জেরে ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া হতো। রবিবার বিকালে মনিরুল তার স্ত্রীকে বোটি দিয়ে কুপিয়ে আহত করে।
ওসি জানান, গুরুতর আহত রিনাকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পথে রিনা মারা যান।
আরও পড়ুন: জমি সংক্রান্ত বিরোধে কুষ্টিয়ায় নারীকে পিটিয়ে হত্যা
ঘটনার পর থেকে মনিরুল পলাতক রয়েছে। লাশ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি আসাদুজ্জামান।
২ বছর আগে
খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নারী খুন
খুলনার বটিয়াঘাটা উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক নারী খুন হয়েছেন। রবিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার হাটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তিলোত্তমা মন্ডল পুতুল উপজেলার বিত্তিশালুয়া বয়ারডাঙ্গা গ্রামের মৃত মহেন্দ্র মন্ডলের মেয়ে।
আরও পড়ুন: যশোরে ছুরিকাঘাতে তাঁতী লীগের সাবেক নেতা খুন
বটিয়াঘাটা থানার উপপরিদর্শক (এসআই) প্রভাস জানান, রাত ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় আক্রমণ করে দুর্বৃত্তরা। প্রথমে পুতুলকে আক্রমণ করে মুখে ও হাতে কুপিয়ে জখম করে। এরপর ঘরে থাকা অপর দু’জন প্রকাশ মিস্ত্রি ও দিপিকা মিস্ত্রিকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। দিপিকা মিস্ত্রির অবস্থা আশঙ্কাজনক। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। কী কারণে তাদের ওপর এ হামলা হয়েছে তা এখনও জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গত দু’দিন আগে আত্মীয় প্রকাশ মিস্ত্রির বাড়িতে বেড়াতে গিয়েছিলেন পুতুল।
আরও পড়ুন: মেহেরপুরে দুই ভাই খুন: ৬৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ৩
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) মো. রাশেদ হাসান জানান, অতিরিক্ত রক্তক্ষরণে পুতুলের মৃত্যু হয়েছে। এছাড়া তার দুলাভাই প্রকাশ ও তার স্ত্রী আহত হয়েছেন। এ ঘটনার দু’জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী বিষয়ে জানা যাবে।
৩ বছর আগে