সম্মুখ যোদ্ধা
ষাটোর্ধ্ব ও সম্মুখ যোদ্ধাদের করোনার বুস্টার ডোজ দেয়ার সুপারিশ
৬০ বছরের বেশি বয়সী নাগরিক ও সম্মুখ যোদ্ধাদের করোনার বুস্টার ডোজ দেয়ার সুপারিশ করেছে কোভিড-১৯ সম্পর্কিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। সোমবার এক ভার্চুয়াল সভায় পরামর্শক কমিটি এ সুপারিশ করেছে।
সুপারিশে বলা হয়, কোভিড-১৯ এর নিয়মিত টিকাদান কর্মসূচির জন্য পর্যাপ্ত টিকা নিশ্চিত করে ষাটোর্ধ্ব নাগরিক ও সম্মুখ যোদ্ধা যারা করোনার দুই ডোজ টিকা ছয় মাস আগে নিয়েছেন তাদের বুস্টার ডোজ দেয়া যেতে পারে।
এছাড়া করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পরামর্শক কমিটি।
করোনার ওমিক্রন ধরনের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের সভা সমাবেশ বা জনসমাগম সীমিত রাখার পরামর্শ দিয়েছে কমিটি।
অতীব প্রয়োজন ছাড়া অফলাইন সভা পরিহার করে অনলাইন এ সভা আয়োজনের সুপারিশ করা হয়।
এ ছাড়া দেশের সব প্রবেশ পথে স্ক্রিনিং, কোয়ারেন্টাইন ও আইসোলেশন আরও জোরদার করার সুপারিশ করা হয়।
এর আগে শনিবার বাংলাদেশে প্রথমবারের মতো করোনার নতুন ধরন ওমিক্রন দুজনের দেহে শনাক্ত হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৯ ডিসেম্বর জানিয়েছে, বিশ্বের ৫৭টি দেশে ওমিক্রন পাওয়া গেছে এবং এ ধরন নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
আরও পড়ুন: করোনার বুস্টার ডোজ নিয়ে সুনির্দিষ্ট নির্দেশনায় কাজ করার নির্দেশ
করোনা টেস্টের আড়াই কোটি টাকা আত্মসাত: টেকনোলজিস্ট প্রকাশ কুমার কারাগারে
৩ বছর আগে