ঋণগ্রস্ত গার্মেন্টস মালিক
পাহাড়তলীতে ঋণগ্রস্ত গার্মেন্টস মালিকের আত্মহত্যা!
ঋণের ভারে জর্জরিত হয়ে চট্টগ্রামে নাছির উদ্দিন (৪৩) নামে এক গার্মেন্টস মালিক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
সোমবার রাতে নগরীর পাহাড়তলী থানা এলাকায় জেএনকে ফ্যাশন নামে নিজের প্রতিষ্ঠান থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর ‘আত্মহত্যা’
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ প্রতিষ্ঠানে এক গার্মেন্টস মালিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ হাসপাতাল মর্গে রাখা হয়।
আরও পড়ুন: টিভি দেখতে না করায় মায়ের সঙ্গে অভিমান করে শিশুর আত্মহত্যা!
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘আশেপাশে থাকা লোকজনকে জিজ্ঞেস করে প্রাথমিকভাবে জানতে পেরেছি তিনি প্রচুর পরিমাণে আর্থিক লেনদেনে জড়িয়ে পড়েন। সে টাকা পরিশোধ করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। তবুও আমরা এ বিষয়ে বিস্তারিত জানতে নিহতের আত্মীয়-স্বজনের সাথে কথা বলব।’
১১৯৭ দিন আগে