প্লাস্টিক কারখানা
পুরান ঢাকার প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে
পুরান ঢাকার চকবাজারের কামালবাগ এলাকায় সোমবার একটি প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ওয়ারহাউস ইন্সপেক্টর (মিডিয়া সেল) আনোয়ারুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে আগুনের সূত্রপাত হলেও তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি।
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুপুর ২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
পড়ুন: পুরান ঢাকার প্লাস্টিক কারখানায় আগুন
কায়রোতে গির্জায় আগুন: নিহত ৪১, আহত ১৪
২ বছর আগে
পুরান ঢাকার প্লাস্টিক কারখানায় আগুন
পুরান ঢাকার চকবাজারের কামালবাগ এলাকায় সোমবার একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
দুপুর ১২টার দিকে আগুনের সূত্রপাত হলেও তাৎক্ষণিকভাবে এর উৎপত্তি জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ওয়ারহাউস ইন্সপেক্টর (মিডিয়া সেল) আনোয়ারুল ইসলাম বলেন, বর্তমানে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে এবং আরও দুটি ইউনিট পথে রয়েছে।
অগ্নিকাণ্ডে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে তিনি জানান।
পড়ুন: কায়রোতে গির্জায় আগুন: নিহত ৪১, আহত ১৪
কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে আগুন, নিহত ২
২ বছর আগে
চকবাজারে প্লাস্টিক কারখানায় আগুন
পুরান ঢাকার পোস্তা চকবাজার এলাকায় মঙ্গলবার ভোরে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্ঠায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। সকাল ৬টা ১০ মিনিটের দিকে কারখানার ভেতরে এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার বলেন, ‘এক ঘণ্টার চেষ্টার পর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।’
তিনি বলেন, সৌভাগ্যক্রমে কেউ হতাহত হয়নি এবং তদন্তের পর আগুনের উৎস শনাক্ত করা যাবে।
আরও পড়ুন: রাজধানীর কল্যাণপুরে বস্তিতে আগুন
রাজধানীতে চলন্ত গাড়িতে আগুন
২ বছর আগে
রাজধানীর লালবাগে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর লালবাগ এলাকার একটি প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে শহীদ নগর বউ বাজার এলাকার চার নম্বর গলির টিন শেড কারখানাটিতে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা করে দুপুর ১টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তারা এখন আগুন সম্পূর্ণভাবে নেভানোর চেষ্টা করছে বলেও জানান তিনি।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণও জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আরও পড়ুন: গ্রেট ওয়াল শপিং সেন্টারের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে আগুনে পুড়ল ১৪ দোকান
২ বছর আগে
সান্তাহারে প্লাস্টিক কারখানায় আগুন, ৫ শ্রমিকের মৃত্যু
বগুড়ার সান্তাহারে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে দগ্ধ হয়ে পাঁচ শ্রমিক মারা গেছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার সকাল ১০টায় সান্তাহার-ঢাকা মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত বি আই আর এস ইত্তেহাদ প্লাস্টিক কোম্পানি লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আদমদিঘি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের কর্মকর্তা রুহুল আমিন জানান,সকাল ১০টায় কারখানায় আগুন লাগে এবং তা ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়লে কর্মরত শ্রমিকরা দগ্ধ হয়।
৩ বছর আগে