হাতি হত্যা মামলা
চট্টগ্রামে হাতি হত্যার দায়ে বাবা-ছেলে কারাগারে
চট্টগ্রামের বাঁশখালীতে হাতি হত্যা মামলায় বাবা-ছেলেকে কারাগারে পাঠিয়েছে আদালত। দেশে এই প্রথম হাতি হত্যার দায়ে দু’জনের জেল হলো। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে বাঁশখালী আমলি আদালতের বিচারক মো. মাঈনুল ইসলাম বাবা মো. কামাল (৫০) ও ছেলে নেজামকে (২২) কারাগারে পাঠানোর এ নির্দেশ দেন।
চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা দক্ষিণ সফিকুল ইসলাম জানান, বাবা-ছেলে মিলে হাতিটিকে হত্যা করে মাটিচাপা দেয়। আদালতের সিদ্ধান্তে আমরা সন্তোষ প্রকাশ করছি। তিনি বলেন, দেশে এ প্রথম হাতি হত্যার দায়ে দু’জনকে কারাগারে যেতে হলো।
মামলার বিবরণীতে জানা গেছে, গত ৩০ নভেম্বর বাঁশখালীর লটমনি এলাকায় বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে হাতিটিকে হত্যা করা হয়। পরে আসামি কামাল ও নেজাম হাতিকে মাটিচাপা দেন। পরবর্তীতে বন বিভাগ বাদী হয়ে মামলা করলে বাঁশখালীতে আমলি আদালত আসামিদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
জানা গেছে, গত এক মাসে সাতকানিয়া, চকরিয়া, ঈদগাহ ও বাঁশখালীতে বিভিন্ন কারণে পাঁচটি হাতির মৃত্যু হয়েছে। শুধু বাঁশখালীতেই ১৯ দিনের ব্যবধানে দুটি হাতির মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারে হাতি হত্যায় অভিযুক্ত মারা গেলেন হাতির আক্রমণে
হাতি হত্যা বন্ধে পদক্ষেপ নেয়ার নির্দেশ হাইকোর্টের
হাতি হত্যা: ৪ জনের বিরুদ্ধে মামলা
৩ বছর আগে