ইফতেখার আবেদীন
ঢাবি ছাত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগ, স্বামী আটক
স্বামীর নির্যাতনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের এক ছাত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ইলমা চৌধুরী মেঘলা ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী।
মেঘলার মামা ইকবাল হোসেন বলেন, ‘আজ বিকালে (মঙ্গলবার) মেঘলার স্বামী ফোন করে জানায় সে অসুস্থ এবং তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আমরা হাসপাতালে গিয়ে দেখি মেঘলা মারা গেছে।
মেঘলাকে হাসপাতালে দেখে তার বন্ধু মোমো বলেন, ‘আমরা তার শরীরে নির্যাতনের চিহ্ন দেখেছি, আমাদের ধারণা এটি একটি হত্যাকাণ্ড।’
মেঘলার স্বামী ইফতেখার আবেদীন (৩৬) কানাডাপ্রবাসী। তিনি দুই দিন আগে দেশে ফিরেছেন।
মোমো বলেন, ‘আমরা যতদূর জানি, মেঘলাকে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে এবং তার স্বামী তাকে খুব নজরদারি করতো।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া বলেন, ‘মেঘলার স্বামী বনানী থানা পুলিশের হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে মেঘলার পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
আরও পড়ুন: ঢাবির সূর্যসেন হলে শিক্ষার্থীকে নির্যাতন, অভিযুক্ত সেই সিফাতই
মুরাদের বিরুদ্ধে থানায় ঢাবির সাবেক শিক্ষার্থীর অভিযোগ
৩ বছর আগে