আরশেদ আলী
নাটোরে কৃষক হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
২০০১ সালে নাটোরের সিংড়ায় কৃষক আরশেদ আলী হত্যা মামলায় মিজানুর রহমান নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় খালাস দেয়া হয়েছে ১৭ জনকে।
বুধবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ মো. শরিফ উদ্দিন এ রায় দেন। এসময় দণ্ডপ্রাপ্ত মিজান পলাতক থাকলেও অবশিষ্ট ১৭ জন আদালতে উপস্থিতিত ছিলেন।
আসামিপক্ষের আইনজীবী মোজাম্মেল হোসেন মন্টু জানান, ২০০১ সালের ১৮ জুলাই সিংড়া উপজেলার শালিখা টলটলি পাড়া এলাকায় বিরোধপূর্ণ জমিতে ধান লাগানোকে কেন্দ্র করে স্থানীয় আরশেদ আলী গ্রুপের সাথে মিজান-বুদ্দু গ্রুপের সংঘর্ষে নিহত হয়েছিল আরশেদ আলী। এ ঘটনায় নিহত আরশেদ আলীর চাচা নজরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।
পরে পুলিশ অভিযোগপত্র জমা দিলে প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক আজ এ রায় দেন।
আরও পড়ুন: খুলনায় সেনা সদস্য হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড
হবিগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সিলেটে মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
৩ বছর আগে