আইসিএসবি
এনবিএফআই ক্যাটাগরিতে তৃতীয়বারের মতো আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড পেলো ডিবিএইচ
দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ডেলটা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড (ডিবিএইচ), প্রাতিষ্ঠানিক সুশাসনের জন্য আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ক্যাটাগরিতে ধারাবাহিকভাবে তৃতীয়বার এর মত আইসিএসবি ন্যাশনাল গোল্ড অ্যাওয়ার্ড ২০২০ অর্জন করেছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিএসবি ন্যাশনাল গোল্ড অ্যাওয়ার্ড ২০২০ অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার রাজধানীতে ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারিজ অফ বাংলাদেশ (আইসিএসবি) কর্তৃক আয়োজিত অষ্টম আইসিএসবি জাতীয় পুরস্কার ২০২০ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি, মাননীয় বাণিজ্যমন্ত্রী জনাব টিপু মুনশি এমপির কাছ থেকে ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন ডিবিএইচের কোম্পানি সচিব মো. জসিম উদ্দিন।
আরও পড়ুন: ওয়ালটন এসি কিনে নতুন গাড়ি পেল ডেল্টা মেডিকেল কলেজ
ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও নাসিমুল বাতেন প্রতি বছর প্রাতিষ্ঠানিক সুশাসনে উচ্চমান বজায় রাখা কোম্পানিদের স্বীকৃতি দেয়ার জন্য আইসিএসবি এর প্রশংসা করেন। তিনি আরও উল্লেখ করেছেন যে ডিবিএইচ ২০১৮ এবং ২০১৯ সালেও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে প্রাতিষ্ঠানিক সুশাসন এর জন্য আইসিএসবি থেকে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে।
তিনি আরও বলেন, এই স্বীকৃতি ডিবিএইচ কে ভবিষ্যতেও এই উৎকর্ষতা ধরে রাখার জন্য অনুপ্রাণিত করবে।
আরও পড়ুন: বিজয়ের ৫০ বছর উদযাপনে সিঙ্গার
বরিশালে বিএনপি নেতা আলালের বিরুদ্ধে মামলা
৩ বছর আগে