বন্ধু নিহত
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় আরও এক যুবক আহত হয়েছেন।
বুধবার রাত ৯টার দিকে শায়েস্তাগঞ্জ জংশনের লেভেল ক্রসিংযের কাছে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রামে বাস উল্টে ২ যাত্রী নিহত
নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার দাসপাড়া মহল্লার মঈন উদ্দিনের ছেলে ফাহিম আহমেদ (২২) ও নন্দিপাড়া মহল্লার আব্দুল আহাদের ছেলে সিয়াম (২২)। আহত মো. নাঈম (২১) বড় বাজার এলাকার মখলিছুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শায়েতাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দাস জানান, হতাহত যুবকরা একটি মোটরসাইকেলে করে শায়েস্তাগঞ্জে আসছিলেন। ঘটনার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ফাহিম ঘটনাস্থলে নিহত হন। এরপর স্থানীয়রা সংকটাপন্ন অবস্থায় আহত দুজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করলে সেখানে সিয়াম মারা যায়।
আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় রাজশাহীতে বাবা-ছেলেসহ নিহত ৩
৩ বছর আগে