সেলস্ সেন্টারের উদ্বোধন
গুলশানের পুলিশ প্লাজায় ভাইব্রেন্টের নতুন শাখা উদ্বোধন
ইউএস-বাংলা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ইউএস-বাংলা ফুটওয়্যারের অন্যতম ব্র্যান্ড ভাইব্রেন্ট ঢাকার গুলশান-নিকেতনে পুলিশ প্লাজায় সেলস্ সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে নতুন এই নতুন শাখার উদ্বোধন করেন ভাইপ্রেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন মোল্লাহ।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অব মার্কেটিং শেখ তানভীর তাপসসহ ইউএস-বাংলা গ্রুপের অন্যান্য কর্মকর্তারা।
আরও পড়ুন: উৎসবের মৌসুমে ফুডপ্যান্ডার করপোরেট ভাউচারে বিশেষ ছাড়
প্রত্যেকটি ভাইব্রেন্টের শো-রুমে জুতা ছাড়াও রয়েছে ভাইব্রেন্ট ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনের লেদার সামগ্রী, ট্রাভেল ব্যাগ, পুরুষ গ্রাহকদের জন্য শার্ট, টি-শার্ট, শিশুদের জন্য আধুনিক ডিজাইনের ড্রেসসহ অন্যান্য লাইফস্টাইল সামগ্রী। সকল আউটলেটে সহস্রাধিক ডিজাইনের বিভিন্ন লাইফস্টাইল সামগ্রীর কালেকশন রয়েছে।
যাত্রা শুরুর পর থেকে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলেছে ভাইব্রেন্ট। এর কার্যক্রমে গতিশীলতার লক্ষ্যে ধারাবাহিকভাবে প্রত্যেকটি জেলা শহরে এমনকি উপজেলা পর্যন্ত ভাইব্রেন্টের বিস্তার ঘটানোর পরিকল্পনা রয়েছে। কম মূল্যে আধুনিকতার ছোঁয়া দিতেই ভাইব্রেন্টের পণ্যসামগ্রী দেশব্যাপী ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। গ্রাহকদের সুবিধার্থে প্রত্যেকটি শো-রুমেই ক্যাশ ক্রয় ছাড়াও ভিসা ও মাস্টার কার্ড নেয়া হয়। ইতোমধ্যে অনলাইনের মাধ্যমেও ভাইব্রেন্টের সকল পণ্য গ্রাহকসেবায় অন্তর্ভুক্ত হয়েছে।
আরও পড়ুন: ‘করদাতা ও রাজস্ব বোর্ডের চোর পুলিশ খেলা বন্ধ করতে হবে’
ঢাকার হাতিরঝিল সংলগ্ন গুলশান-নিকেতনের অন্যতম ব্যস্ততম এলাকা পুলিশ প্লাজায় ভাইব্রেন্টের শো-রুমের যাত্রা শুরু হয়েছে।
৩ বছর আগে