পর্যটকের মৃত্যু
জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু
সিলেটের জাফলংয়ে পিয়াইন নদীতে গোসল করতে নেমে জাওয়াত আহমেদ নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে জাফলংয়ের জিরো পয়েন্টের ঝর্ণা সংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
নিহত জাওয়াদ (২৫) ময়মনসিংহ জেলা শহরের নাহার রোডের ডা. আফতাব উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাওয়াত আহমদসহ কয়েকজন মিলে জাফলংয়ের জিরো পয়েন্টের ঝর্ণা সংলগ্ন এলাকায় নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে জাওয়াদ স্রোতের টানে পানিতে তলিয়ে যায়। তার সঙ্গীরা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল জানান, পর্যটনকেন্দ্র জাফলংয়ে বেড়াতে আসা এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: গাইবান্ধায় বাসচাপায় এক ব্যক্তির মৃত্যু
২ মাস আগে
সাঙ্গু নদীতে ডুবে পর্যটকের মৃত্যু, ভাইবোন নিখোঁজ
বান্দরবানে ঝর্ণার পানিতে গোসল করতে গিয়ে সাঙ্গু নদীতে ডুবে মারিয়া ইসলাম (১৯) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহনাফ আকিব (২২) ও মারিয়া আদনীন (১৯) নামে দুই সহোদর নিখোঁজ রয়েছেন।
আরও পড়ুন: তুরাগ নদীতে ডুবে ৩ ছাত্রীর মৃত্যু, নিখোঁজ ১
জানা গেছে, গত বুধবার (২২ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ থেকে ১০ জনের একটি পর্যটকের দল বান্দরবান ভ্রমণে যান। শুক্রবার দুপুরে তারা নৌকা নিয়ে সাঙ্গু নদীর উজানে জেলা শহর থেকে ১২ কিলোমিটার দূরে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বাদুড়া ঝর্ণায় যায়। সেখানে বিকাল ৩টার দিকে সবাই ঝর্ণার পানিতে গোসল করতে নামে। এক পর্যায়ে ঝর্ণার প্রবল স্রোতে আকিব ও মারিয়া আদনীন তলিয়ে নিখোঁজ হন। তাদের উদ্ধার করতে অন্যরাও চেষ্টা চালায়। এই সময় আহানাফ আকিবও পানিতে তলিয়ে যান।
পরে স্থানীয়রা অচেতন অবস্থায় মারিয়াকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চাকরিতে যোগদানের ৩ দিন আগে নদীতে ডুবে যুবকের মৃত্যু
বান্দরবান টুরিস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ এরহাদ হোসেন জানান, এখন পর্যন্ত একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ অপর দু’জনের সন্ধানে শুক্রবার থেকে সেনাবাহিনী, পুলিশ ও দমকল বাহিনী কাজ করে যাচ্ছে।
২ বছর আগে
জাফলংয়ে ট্রাকচাপায় দুই পর্যটকের মৃত্যু
সিলেটের জাফলং বেড়াতে এসে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে গোয়াইনঘাট উপজেলার গুচ্ছগ্রাম এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- চাঁদপুর জেলার চাঁদপুর থানার জগন্নাথপুর গ্রামের রহমত উল্লাহ’র ছেলে ইউসুফ (৩০)। অপরজন সুহেল (২৮)। তবে তার অন্য পরিচয় জানাতে পারেনি পুলিশ।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, তিন মোটরসাইকেলে করে ছয় বন্ধু চাঁদপুর থেকে জাফলং বেড়াতে আসছিলেন। আসার পথে গুচ্ছগ্রাম এলাকায় পেছন থেকে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলে থাকা দুজনের মধ্যে ঘটনাস্থলেই সুহেল নামের একজন মারা যান। এসময় ইউসুফকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে দুজনের লাশ ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
নাটোরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
৩ বছর আগে