লা গ্যালারি
লা গ্যালারিতে অভিজিৎ চৌধুরীর একক চিত্র প্রদর্শনী
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শুরু হলো শিল্পী অভিজিৎ চৌধুরীর ১৫তম একক চিত্রপ্রদর্শনী।
শুক্রবার (৪ নভেম্বর) ‘নন হায়ারার্কিক্যাল অর্ডার অব ফর্মস’ শিরোনামে এই প্রদর্শনী উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর সভাপতি মো. জসিম উদ্দিন। এছাড়াও ছিলেন খ্যাতনামা অভিনেতা আফজাল হোসেন ও জাহিদ হাসান।
অভিজিৎ চৌধুরী বাংলাদেশের একজন প্রকৃষ্ট ও প্রতিশ্রুতিশীল শিল্পী হিসেবে পরিচিত। তিনি তার শিল্প অনুভূতির দ্বারা প্রকৃতির সব ধরনের উপাদান সযত্ন ও প্রতীতির সঙ্গে গ্রহণ করে তার চিত্রকলায় সেগুলিকে অভিরূপ উপায়ে ফুটিয়ে তোলেন।
আরও পড়ুন: কাল থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী লালন সাঁই’র তিরোধান উৎসব
২ বছর আগে
লা গ্যালারিতে শুরু হলো ‘ক-সম্বন্ধীয়’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী
আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হলো শিল্পী আজিজি ফাওমি খানের ‘ক—সম্বন্ধীয়’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী। শুক্রবার এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান উনিয়নের চার্জ ডি অ্যাফেয়ার্স জেরেমি ও প্রিতেসকো।
প্রদর্শনীতে একটি পেইন্টিং ইন্সটলেশন এবং কয়েকটি ড্রয়িং প্রজেক্ট ও ১৫টি এক্রিলিক চিত্রকর্ম চোখে পড়বে।প্রদর্শনী প্রসঙ্গে আজিজি ফাওমি খান জানান, বিগত পাঁচ বছরের পরিভ্রমণের পুরোটা পথ তার চিত্রে ফুটে উঠেছে। এ ক্ষেত্রে তাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে শৈশব ও তার পূর্বজদের জীবন। এছাড়াও চিত্রকর্মগুলোতে দেখা যায় প্রতীয়মান লোকজ মোটিফ এবং দেশীয় প্রেক্ষাপট এর মিলন।
যার সঙ্গে রয়েছে ইম্প্রেশনিস্টিক ধারায় তার চর্চার ছাপ। প্রথাগত চর্চার পাশাপাশি, আজিজি আরও কাজ করেছেন পুরনো আলোকচিত্র ও ঐতিহাসিক ধারণা নিয়ে।
আরও পড়ুন: নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতা বাড়াতে ‘কনসার্ট ফর মাইগ্রেন্টস’ শনিবার
৩ বছর আগে