অষ্টম ধাপ
অষ্টম ধাপে ভাসানচর পৌঁছেছে ৫৫২ রোহিঙ্গা
অষ্টম ধাপে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে পৌঁছেছে আরও ৫৫২ জন রোহিঙ্গা। এদের মধ্যে ২২৫ জন পুরুষ, ১৪৪ জন নারী ও ২৪৪ জন শিশু রয়েছে। এছাড়া ৬১ রোহিঙ্গা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে যায়। সাক্ষত শেষে তাদেরকে পুনরায় ফেরত আনা হয়।
শনিবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে নৌবাহিনীর ব্যবস্থাপনায় দুটি জাহাজে চট্টগ্রাম থেকে রওনা হয়ে তারা ভাসানচরে পৌঁছেছেন।
আরও পড়ুন: রোহিঙ্গারা নিরাপদে ফিরে যাওয়া ছাড়া আর কিছুই চায় না: জাতিসংঘ
এ সময় ভাসানচর ঘাটে উপস্থিত ছিলেন নৌবাহিনী, জেলা প্রশাসনের কর্মকর্তা, কোস্টগার্ড এপিবিএন সদস্য ও পুলিশ সদস্যরা।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, রোহিঙ্গাদের জাহাজ থেকে নামিয়ে প্রাথমিক মেডিকেল পরীক্ষা শেষে গাড়িযোগে ওয়্যারহাউজে সমবেত করে ব্রিফ দেয়া হয়। পরে ভাসানচরের ক্লাস্টারে স্থানান্তর করা হয়।
জানা গেছে, ভাসানচরে আসার পরপরই তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা। এরপর রোহিঙ্গাদের দলটিকে ওয়্যারহাউজে নিয়ে যাওয়া হয়। সেখানে নৌবাহিনীর সদস্যরা তাদের ভাসানচরে বসবাসের বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে ধারণা দেয়। ওয়্যারহাউজে তাদের দুপুরের রান্না করা খাবার খাওয়ানো হয়।
আরও পড়ুন: ৩ সন্তানসহ রোহিঙ্গা বাবার বিষপান, দুই জনের মৃত্যু
এর আগে সকাল ৯টার দিকে নোয়াখালীর ভাসানচর আশ্রয়ণে স্থানান্তরের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় (এনএসআইয়ের তত্ত্বাবধানে) মোট ৬১৩ জন রোহিঙ্গা নৌবাহিনীর দুটি জাহাজযোগে চট্টগ্রাম থেকে ভাসানচরের উদ্দেশ্যে রওনা দিয়ে দুপুরের দিকে এসে ভাসানচরে পৌঁছায়।
৩ বছর আগে