হাওয়া মেশিন বিস্ফোরণ
পঞ্চগড়ে হাওয়া মেশিন বিস্ফোরণে চালক নিহত, আহত ২
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভজনপুরে হাওয়া মেশিন বিস্ফোরণে ট্রাকচালক নিহত হয়েছেন। এসময় আরও দু’জন আহত হয়েছেন। শনিবার সকালে ভজনপুর পেট্রোল পাম্পের সামনে এই ঘটনা ঘটে।
নিহত মামুন হোসেন (২৮) সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের জাবুরি দুয়ার গ্রামের তৌহিদ হোসেনের ছেলে।
আহতরা হলেন, ভজনপুর ডাঙ্গাপাড়া গ্রামের সিরাজউদ্দিনের ছেলে দোকানের মালিক রবিউল (৩০) ও পঞ্চগড় পৌরসভার নিমনগড় গ্রামের মোকলেছ হোসেনের ছেলে মেকানিক নাজমুল (১৬)। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আরও পড়ুন: মুন্সিগঞ্জে বিস্ফোরণ: দগ্ধ ভাইবোনের পর বাবার মৃত্যু
ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মসলিমউদ্দিন জানান, ট্রাক চালক মামুন রবিউলের দোকানে ট্রাকের চাকায় হাওয়া দিতে যায়। দোকানের মেকানিক নাজমুল চাকায় হাওয়া দিচ্ছিল। এসময় বিকট শব্দে হাওয়া মেশিন বিস্ফোরিত হয়। এতে মামুন, নাজমুল ও রবিউল গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান ভূঁইয়া মামুনকে মৃত ঘোষণা করেন।
আহত রবিউল ও নাজমুলকে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া জানান,বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
৩ বছর আগে