নাজিরাবাজার
পুরান ঢাকার নাজিরাবাজারে দোকানের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর পুরান ঢাকার নাজিরাবাজার এলাকায় দোকানে আগুন লেগেছিল। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আরও পড়ুন: গাজীপুর হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, ৩৩টি দোকান পুড়ে ছাই
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের গুদাম পরিদর্শক (মিডিয়া সেল) আনোয়ারুল ইসলাম বলেন, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, দোকান থেকে ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: নারায়ণগঞ্জের বিসিক শিল্প এলাকায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে
১ বছর আগে
রাজধানীর নাজিরাবাজারে জুতার কারখানায় আগুন
রাজধানীর পুরান ঢাকার নাজিরাবাজারে একটি জুতার কারখানায় আগুন লেগেছে। শনিবার বিকাল সাড়ে পাঁচটায় নাজিরাবাজারের তাইয়েবা হোটেলের পাশের একটি ১০ তলা ভবনের দ্বিতীয় তলায় থাকা জুতার কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক শাহজাহান শিকদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকাল সাড়ে ৫টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।পরে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
আরও পড়ুন: সোনাগাজীতে মেম্বার প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন
নওগাঁয় ফার্নিচার কারখানায় আগুন
সান্তাহারে প্লাস্টিক কারখানায় আগুন, ৫ শ্রমিকের মৃত্যু
২ বছর আগে