বিজয় শোভাযাত্রা
স্বাধীনতা বিরোধী অপশক্তি মোকাবিলার শপথ নিয়ে আ. লীগের বিজয় শোভাযাত্রা
নানা আয়োজনে উদযাপিত হলো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব শতবর্ষ। এ উপলক্ষে শনিবার আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রার উদ্বোধনকালে দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র রুখে দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করে দলটি।
নির্ধারিত সময়ের অনেক আগেই দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের উপস্থিতিতে শোভাযাত্রা জনতার ঢলে পরিণত হয়।
শনিবার দুপুর ১২টা থেকেই ব্যানার, ফেস্টুন, পতাকা, নৌকা, বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রায় যোগ দেন নেতাকর্মীরা। দুপুর ২টায় র্যালিটি শুরু হয়। সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে দুটি ট্রাকে বানানো হয় মঞ্চ।
বিজয় র্যালি উপলক্ষে পুরো এলাকায় সাজ সাজ রব বিরাজ করে। শোভাযাত্রায় অংশ নিতে জাতীয় পতাকা, পোস্টার, প্ল্যাকার্ড হাতে নিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সামনে হাজির হয়েছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্বাধীনতা আর বিজয়ের স্লোগানে মুখর হয়ে উঠে চারিদিক।
২ বছর আগে