অগ্নি প্রাইম
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ‘অগ্নি প্রাইম’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের
ভারত নতুন প্রজন্মের পারমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তমহাদেশীয় ব্যালিস্টিক অগ্নি প্রাইম (অগ্নি-পি) ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। চীনের সীমান্তবর্তী শহরগুলোতে আঘাত করার জন্যই এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় ক্ষেপণাস্ত্রটি ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওডিশার উপকূলে এ পি জে আবদুল কালাম দ্বীপ থেকে রাষ্ট্রীয় মালিকানাধীন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এটি উৎক্ষেপণ করে।
অগ্নি-পি অগ্নি শ্রেণির ক্ষেপণাস্ত্রের একটি নতুন প্রজন্মের উন্নত রূপ। এটি এক থেকে দুই হাজার কিলোমিটারের মধ্য পাল্লার ক্ষমতা সম্পন্ন একটি দ্বি-পর্যায়ের ক্যানিস্টারাইজড ক্ষেপণাস্ত্র।
দেশটির সরকারি বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সফল মিসাইল পরীক্ষার জন্য প্রতিরক্ষা ও গবেষণা উন্নয়ন সংস্থাকে (ডিআরডিও) অভিনন্দন জানিয়েছেন এবং নিজের আনন্দ প্রকাশ করেছেন।
ডিআরডিও-র পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘সকাল ১১টা ৬ মিনিটে ডিআরডিও এই মিসাইলের পরীক্ষা করে। টেলিমেট্রি, রাডার, ইলেক্ট্রো-অপটিক্যাল স্টেশন এবং পূর্ব উপকূলে অবস্থানরত ডাউনরেঞ্জ জাহাজগুলো ক্ষেপণাস্ত্রের গতিপথ এবং পরামিতিগুলো ট্র্যাক এবং পর্যবেক্ষণ করে। মিসাইল নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে, সঠিক ভাবে মিশনের সমস্ত উদ্দেশ্য পূরণ করে।’
আরও পড়ুন: অগ্নি-৫ এর সফল পরীক্ষা ভারতের
৩ দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ত্যাগ ভারতীয় রাষ্ট্রপতির
২ বছর আগে