মানবসম্পদমন্ত্রী
শ্রমিক পাঠাতে মালয়েশিয়ার সাথে সমঝোতা স্মারক
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠানোর বিষয়ে রবিবার ঢাকা ও কুয়ালালামপুরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম সারাভানান এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে স্থানীয় সময় বেলা ১১ টায় এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এর আগে ১১ ডিসেম্বর ইমরান আহমেদ বলেছেন, তিন বছরের বেশি সময় বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য চলতি বছরের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে।
আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য চলতি বছরে খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
বৃক্ষরোপণ, বাগান, কৃষি, উৎপাদন, পরিষেবা, খনি ও খনন, নির্মাণ ও গৃহকর্মী নিয়োগের জন্য এই শ্রমবাজার উন্মুক্ত হবে জানিয়ে তিনি বলেন, শ্রমিকের সংখ্যা নিয়ে আগের থেকে আরও ভালো খবর আসবে।
বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের জন্য মালয়েশিয়া অন্যতম জনপ্রিয় কর্মস্থল। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে, ১৯৭৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ১০ লাখ ৫৭ হাজার ৫৬ জন বাংলাদেশি দেশটিতে কাজ পেয়েছেন।
২০১৮ সাল থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি বন্ধ রয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশকে সাড়ে ৫ লাখ ডোজ অ্যাস্টাজেনেকা টিকা দিল মালয়েশিয়া
৩ বছর আগে