অমৃতসর
ভারতে শিখ মন্দিরের ভেতর একজনকে পিটিয়ে হত্যা
ভারতের উত্তরাঞ্চলের রাজ্য অমৃতসরে শিখ ধর্মাবলম্বীদের পবিত্রস্থান ঐতিহাসিক স্বর্ণমন্দিরের মধ্যে গর্হিত কাজ করার অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় প্রাত্যাহিক প্রার্থনা চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, প্রার্থনা চলার সময়ে এক ব্যক্তি মন্দিরের রেলিং টপকে ভেতরে ঢুকে শিখদের পবিত্র গ্রন্থ ‘গুরু গ্রন্থ সাহিব’ এর পাশে রাখা একটা তরবারি হাতে তুলে নেন।
সিসিটিভি ফুটেজের ভিডিওতে দেখা যায়, লোকজন তাকে থামানোর জন্য দৌঁড়ে যায়।
আরও পড়ুন: পরমাণু অস্ত্র বহনে সক্ষম ‘অগ্নি প্রাইম’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের
পুলিশ নয়াদিল্লি টিভিতে দেয়া বক্তব্যে জানায়, ওই সময়ে প্রার্থনাকারীদের পিটুনিতে ওই ব্যক্তি মারা যান। এ বিষয়ে আরও তথ্য জানার জন্য আমরা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছি।
অমৃতসর মন্দিরের উপ কমিশনার পারমিন্দার সিং বান্দাল টিভিতে দেয়া সাক্ষাৎকারে জানান, নিহত ব্যক্তির বয়স ২০ থেকে ২৫ বছর। তার মাথায় হলুদ কাপড় বাঁধা ছিল। লোকজন তাকে মন্দিরের ভেতর থেকে বাইরের বারান্দায় টেনে হিঁচড়ে নিয়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়।
পাঞ্জাবের মূখ্যমন্ত্রী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। শনিবার এক অফিশিয়াল টুইটে তিনি বলেছেন, পবিত্র স্থানের মর্যাদা হানিকর এ ধরনের ঘটনা ঘৃণ্য ও দুঃখজনক।
আরও পড়ুন: ভারতে যাত্রীবাহী বাস নদীতে পড়ে ৯ জন নিহত
ভারতে হেলিকপ্টার দুর্ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তির মৃত্যু
৩ বছর আগে