প্রজেক্ট অমি
নতুন বছরে ঢাকার সিনেমায় নাসিরুদ্দিন শাহ
ঢালিউডের সিনেমায় এবার দেখা যাবে বলিউডের নক্ষত্র অভিনেতা নাসিরুদ্দিন শাহকে।
অমিত আশরাফ পরিচালিত সায়েন্স ফিকশন থ্রিলার ঘরানার সিনেমাটির শিরোনাম ‘প্রজেক্ট অমি’। আর প্রযোজনার মধ্য দিয়ে বাংলাদেশের কাজী প্রোডাকশনস হাউস ও যুক্তরাজ্যের ব্রিটিশ প্রযোজক জেনি ওয়াকার সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন। জেনি বিবিসি, চ্যানেল ফোরের জন্য প্রামাণ্যচিত্রসহ বিভিন্ন প্রযোজনা তৈরি করেছেন।
এরই মধ্যে নাসিরউদ্দিন শাহ সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন।
আরও পড়ুন: বেঙ্গল শিল্পালয়ে ৫ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব
সিনেমাটির বিষয়ে অমিত আশরাফ বলেন, ‘সিনেমার গল্প ও চরিত্র দেখে নাসিরউদ্দিন সাহেবের বেশ পছন্দ হয়েছে। শুটিংয়েরও শিডিউল দিয়েছেন। আশা করছি নতুন বছরে শুটিং শুরু করব। এর মধ্যে বাকি শিল্পীদের চূড়ান্ত করা হবে। বর্তমানে শিল্পী নির্বাচনের জন্য অডিশন চলছে।’
২০৫০ সালকে ঘিরে ‘প্রজেক্ট অমি’ সিনেমার গল্প। একজন হ্যাকার ও একজন ডিজিটাল আর্টিস্ট একটি ভার্চুয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) রোবট তৈরি করেন। যার নাম অমি। অমি ডার্ক ওয়েবের ভার্চুয়াল সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করেন। এভাবেই গল্পটি এগিয়ে যাবে।
আরও পড়ুন: মেহজাবীন-রাজীবের প্রেমের গুঞ্জন সত্যি হলো!
বাংলাদেশি প্রযোজক হিমেল তারিক বলেন, ‘প্রজেক্ট অমি’ সিনেমার জন্য ওপেন কাস্টিংয়ের সুযোগ রয়েছে। কেউ সিনেমাটিতে অভিনয় করতে চাইলে প্রযোজনা প্রতিষ্ঠান অথবা প্রধান সহকারী পরিচালক শেখ আজিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করলেই হবে।
৩ বছর আগে