আজমেরি হক বাঁধন
এর আগে আমি পুলিশের চরিত্রে অভিনয় করিনি: বাঁধন
‘রেহানা মরিয়ম নূর’ এর পর দেশের কোনো সিনেমায় দেখা যায়নি অভিনেত্রী আজমেরি হক বাঁধনকে। তবে সেই বিরতি ঘুচতে যাচ্ছে এবার।
সম্প্রতি চুক্তিবদ্ধ হলেন সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হতে যাওয়া ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমায়। এতে প্রধান চরিত্রে দেখা যাবে এই তারকাকে।
এ উপলক্ষে মঙ্গলবার (২১ নভেম্বর) বনানীর একটি রেস্টুরেন্টে সিনেমার নাম ঘোষণা ও লোগো উন্মোচন করা হয়।সেখানে সিনেমা প্রসঙ্গে বাঁধন বলেন, ‘সিনেমার নাম পড়েই বোঝা যাচ্ছে যে এটি একটি খুনের গল্প। তবে এর পরতে পরতে রয়েছে রহস্য। গল্প নিয়ে এর বেশি কিছু বলব না। ছবিটির জন্য নিজেকে প্রস্তুত করছি, যাতে নিজের সেরাটা দিতে পারি। শুটিং শেষ করে, মুক্তির আগে বাকি সব অনুভূতি জানাব।’
আরও পড়ুন: খুফিয়া: চোখ আটকে গেল বাঁধনে
বাঁধন চলতি সময়ে নারীপ্রধান চরিত্রকে প্রাধান্য দিচ্ছেন। এই সিনেমাতেও তেমনটা হতে যাচ্ছে। এই প্রসঙ্গে বাঁধন বলেন, ‘আমি পরিচালককে সব সময় বলেছি যে আপনি কেন সবসময় কোনো পুলিশ হিসেবে ছেলেকে দেখেন? কোনো নারীকে কেন ইনভেস্টিগেটিভ অফিসার হিসেবে দেখেন না? সেনাবাহিনী, নৌবাহিনী আর পুলিশে অনেক নারী কর্মচারী–কর্মকর্তা আছেন। তাদেরও তো চরিত্র আছে। আছে গল্প। সে রকম জায়গা থেকে পরে ভাইয়া এই গল্প ঠিক করেন। এর আগে আমি পুলিশের চরিত্রে অভিনয় করিনি। এটা আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা হবে। তাই কাজ করার আগে মন্তব্য করতে চাই না।’ সংবাদ সম্মেলনে সিনেমার পরিচালক সানী সানোয়ার বলেন, ‘অ্যাকশন থেকে বের হয়ে এবার খুনের রহস্যে ঢুকে গেলাম। ২০০৯ সালে ঘটে যাওয়া এই কেসের তদন্তে আমি নিজে যুক্ত ছিলাম। সেটা নিয়ে সিনেমা বানানোর স্বপ্ন দেখেছিলাম ‘ঢাকা অ্যাটাক’ মুক্তির পরপরই।’ সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ডিসেম্বরে ‘এশা মার্ডার: কর্মফল’ ছবির শুটিং শুরু হবে। মুক্তি পাবে আগামী বছরের রোজার ঈদে।
সিনেমাটিতে বাঁধন ছাড়াও আরো অভিনয় করবেন মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্তসহ অনেকে।
আরও পড়ুন: নেটফ্লিক্সে বাঁধনের ‘খুফিয়া’ আসছে ৫ অক্টোবর
চরিত্রটি আমি আড়াই বছর বহন করেছি: ‘গুটি’-তে অভিনয় প্রসঙ্গে বাঁধন
১১ মাস আগে
নেটফ্লিক্সে বাঁধনের ‘খুফিয়া’ আসছে ৫ অক্টোবর
অভিনেত্রী আজমেরি হক বাঁধনের বলিউডে অভিষেকের খবর এরইমধ্যে ভক্তদের জানা। তবে অপেক্ষা ছিল কবে বাংলাদেশের এই তারকাকে দেখা যাবে পর্দায়। সেই অপেক্ষা শেষ হচ্ছে শিগগিরই।
আগামী ৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে বাঁধন অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘খুফিয়া’।
এরইমধ্যে প্রকাশ হয়েছে ‘খুফিয়া’র ট্রেলার। যেটি নিজের ভেরিফাইড ফেসবুকে শেয়ার করেছেন বাঁধন। আর ট্রেলারে কয়েক ঝলক দেখা গেল এই তারকাকে।
আরও পড়ুন: জাওয়ান: বাদশাহ তার ‘মুকুট’ নিয়ে ফিরল
বিশাল ভরদ্বাজ পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন টাবু, আশীষ বিদ্যার্থী, আলী ফজলসহ অনেকে।
২০২১ অক্টোবরে দিল্লিতে শুরু হয় সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন বাঁধন।এতে কাজের অভিজ্ঞতা নিয়ে গণমাধ্যমে বাঁধন বলেন, ‘এটি অবশ্যই আমার জন্য বড় প্রাপ্তি। বিশাল ভরদ্বাজের পরিচালনায় কাজ ও টাবুর সঙ্গে পর্দা ভাগাভাগি পুরোটাই আমার ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ ছিল। বাকিটা দর্শক পর্দায় আমাকে দেখার পর বলতে পারবেন।’
আরও পড়ুন: 'সুজন মাঝি' নিজ গুণে দর্শক পাবে: নিপুণ
বাংলাদেশেও আজ মুক্তি পাচ্ছে 'জাওয়ান'
১ বছর আগে
চরিত্রটি আমি আড়াই বছর বহন করেছি: ‘গুটি’-তে অভিনয় প্রসঙ্গে বাঁধন
ঘোষণার পর থেকে আলোচনায় রয়েছে অভিনেত্রী আজমেরি হক বাঁধন অভিনীত ওয়েব সিরিজ ‘গুটি’। ৫ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’তে মুক্তি পায় শঙ্খ দাশগুপ্ত পরিচালিত এই সিরিজ।
ওয়েব সিরিজটি প্রসঙ্গে বাঁধন বলেন, ‘আমি নারী প্রধান চরিত্রে কাজ করতে চাই। কিন্তু তেমন কাজ নিয়ে খুব একটা কেউ আসছিলেন না। পরবর্তীতে আমি সুলতানা চরিত্রটি পাই। চরিত্রটি আমি আড়াই বছর বহন করেছি। কাজটি আমার জন্য বেশ চ্যালেঞ্জের ছিল।’
বাঁধন আরও বলেন, ‘ভেবেই আনন্দ লাগছে আমাদের এতোদিনের কষ্ট এখন সবাই দেখবে। আমরা সবাই মিলে অনেক কষ্ট করে কাজটা করেছি। আপনারা সিরিজটা দেখেন তারপর অবশ্যই আমাদের জানাবেন কেমন লেগেছে।’
আরও পড়ুন: নেটফ্লিক্সের পর্দায় বলিউডে বাঁধনের প্রথম ঝলক
‘গুটি’ ওয়েব সিরিজে আরও অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়, শরীফ সিরাজ, মৌসুমী হামিদ, নাসির উদ্দিন খান, আরিয়া আরিত্রা, টুনটুনি সোবহান, আরফান মৃধা শিবলু, মাহমুদুল আলমসহ আরও অনেকে।
বাঁধন ‘গুটি’তে সুলতানা নামের একজন মাদক পাচারকারী চরিত্রে অভিনয় করেছেন। সুলতানা কয়েকবছর ধরে স্থানীয় মাদক চোরাচালানকারী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। এই সময়ের মধ্যে সে প্রচুর অর্থ ও সম্পদ করেছে কিন্তু বিনিময়ে হারাতে হয়েছে কাছের মানুষ, সম্পর্ক, বিশ্বাস ও আশা।
এই কাজে পালানোর কোনো পথ নেই। তবে সুলতানা তার মেয়ের জন্য সুন্দর এক পৃথিবীর স্বপ্ন দেখে। টান টান উত্তেজনা নিয়ে চলতে থাকে পুরোটা সিরিজ।
আরও পড়ুন: বড় পর্দায় তাহসান-বাঁধন জুটির ‘অ্যা ব্লেসড ম্যান’
‘রেহানা মরিয়ম নূর’: এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড পেলেন সাদ ও বাঁধন
১ বছর আগে
৩০ ডিসেম্বর থেকে ‘চরকি’তে দেখা যাবে ‘রেহেনা মরিয়ম নূর’
চলতি বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ‘রেহেনা মরিয়ম নূর’ ৩০ ডিসেম্বর থেকে দেশীয় ওটিটি (ওভার দ্যা টপ) প্ল্যাটফর্ম ‘চরকি’তে উন্মুক্ত করা হবে। রবিবার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।
‘চরকি’র প্রধান পরিচালক রেদওয়ান রনি বলেন, ‘শুরু থেকে আমাদের চাওয়া “চরকি” হবে বাংলা কনটেন্টের রাজধানী। সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। এবার আমাদের সঙ্গে যুক্ত হলো “রেহেনা মরিয়ম নূর”। এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়।’
তিনি বলেন, ‘রেহেনা মরিয়ম নূর’ সিনেমা হলে ব্যাপক সাড়া ফেলেছে। প্রত্যাশা করি আমাদের প্ল্যাটফর্মেও এটি ভালো সাড়া ফেলবে।
‘রেহেনা মরিয়ম নূর’-এর মধ্য দিয়ে কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনে জায়গা করে নেয় বাংলাদেশের কোনো সিনেমা। শুধু তাই নয় বিদেশের একাধিক উৎসবে সিনেমাটি দেখানো হয়। এছাড়া ২০২২ সালের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অস্কারের ৯৪তম আসরের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহেনা মরিয়ম নূর’।
আরও পড়ুন: নতুন বছরে ঢাকার সিনেমায় নাসিরুদ্দিন শাহ
সিনেমাটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু বলেন, ‘আমরাও চেয়েছিলাম সিনেমাটি দেশের কোনো প্ল্যাটফর্মে দেখা যাক। সেই চিন্তা থেকে “চরকি”র সঙ্গে যুক্ত হওয়া। যারা হলে গিয়ে সিনেমাটি দেখতে পারেননি তারা এবার ঘরে বসে দেখে নিতে পারবেন।’
‘রেহেনা মরিয়ম নূর’ এর নায়িকা আজমেরি হক বাঁধন বলেন, ‘মাঝে যখন ঘরবন্দি ছিলাম এবং ওটিটিতে বিভিন্ন কনটেন্ট দেখতাম, তখন মনে হতো আমাদের দেশে এমন কোনো প্ল্যাটফর্ম নেই কেন। “চরকি” সেই প্রত্যাশা পূরণ করেছে। তাদের প্রতিটি কনটেন্ট দেখার মতো। তারা যে উদ্দেশ্য নিয়ে এসেছে, সেটি প্রথম থেকে ধরে রাখার চেষ্টা করেছে। আমাদের উচিত দেশীয় প্ল্যাটফর্মগুলো ও কনটেন্টগুলোকে সাপোর্ট করা।’
এর আগে ১২ নভেম্বর সারাদেশে মুক্তি পায় ‘রেহেনা মরিয়ম নূর’। বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি।
আরও পড়ুন: সংকটের মধ্যেও ২০২১ সালে সরগম ঢালিউড
২ বছর আগে