হাজিগঞ্জ
হাজিগঞ্জে ১১ নারী ‘জামায়াত কর্মী’ আটক
চাঁদপুরের হাজীগঞ্জে ‘গোপন বৈঠককালে’ জায়ামাতের ১১ নারী সদস্যকে আটকের দাবি করেছে পুলিশ। সোমবার আটকদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
রবিবার (১৮ ডিসেম্বর) বিকালে হাজীগঞ্জ শহরের পশ্চিম বাজারের একটি বাসায় বৈঠক চলাকালে তাদেরকে আটক করা হয়।
তাৎক্ষণিক আটককৃতদের নাম জানা যায়নি। তাদের বয়স ২৫ থেকে ৫৫ এর মধ্যে। তারা সবাই জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এ বিষয়ে কিউসি টাওয়ারের ‘বি’ ব্লকের সত্ত্বাধীকারী মো.সফিকুর রহমানের সঙ্গে সংবাদকর্মীদের কথা হলে তিনি কোন বক্তব্য দিতে রাজি হননি।
তবে তার অফিস সহায়ক (দারোয়ান) মো. সিদ্দিকুর রহমান জানান, ওই বাসায় প্রায় সময় নারীরা আসা-যাওয়া করতেন। তারা কি জন্য বা কি কারণে আসা-যাওয়া করতেন, তা তিনি জানেন না।
এখন নারীদের আটক হওয়ার পর তিনি বিষয়টি জেনেছেন বলে জানান।
আরও পড়ুন: রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতে গিয়ে ২ পুলিশ আহত
এ দিকে ওই সময়ে সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে অবসরকালীন ছুটিতে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুস সালাম মুঠোফোনে কথা বলতে বলতে ওই স্থান থেকে সরে যান। পরে তাকে না পাওয়ায় এবং তার মুঠোফোন নম্বর সংগ্রহ করতে না পারায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
জানা গেছে, কিউসি টাওয়ারের ১১ তলার ‘বি’ ব্লকে ভাড়া বাসায় পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুস সালাম। তিনি হাজীগঞ্জ উপজেলা কৃষি অফিসের কর্মরত ছিলেন। চলতি বছর তিনি অবসরকালীন ছুটিতে যান।
তিনি বাসা ভাড়া নেয়ার পর থেকে নিয়মিত ওই বাসায় জামায়াতের নারী সদস্যরা আসা-যাওয়া করতেন এবং গোপন বৈঠক হতো। এমন সংবাদের ভিত্তিতে ওই বাসাসহ ভবনটি নজরদারীতে রাখে পুলিশ। এরপর রবিবার গোপন বৈঠক চলাকালে অভিযান পরিচালনা করে জামায়াতের ১১ নারী সদস্যকে আটক করা হয়।
এ সময় ওই বাসা থেকে জামায়াতের মতাদর্শের বই, প্রচারপত্র, চাঁদা আদায়ের রসিদ বই ও দাওয়াতি কার্ডসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যথা নিশ্চিত করেন।
তিনি ইউএনবিকে বলেন, প্রাথমিক তদন্ত ও আটককৃতদের জিজ্ঞাসাবাদ করার পরে সোমবার তাদেরকে চাঁদপুরের আদালতে পাঠানো হলে আদালত তাদেরকে জেল হাজতে পাঠান।
আরও পড়ুন: জামায়াতের ১০ দফা দাবি ঘোষণা, গণমিছিল ২৪ ডিসেম্বর
সামাজিক মাধ্যমে বিএনপি-জামায়াতের অপকর্মের কথা তুলে ধরুন: প্রধানমন্ত্রী
১ বছর আগে
হাজিগঞ্জে বিএনপির ১০ নেতা-কর্মী আটক
হাজিগঞ্জে পুলিশের ওপর যুবদলের হামলার অভিযোগে অন্তত ১০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়েছে। পুলিশের ওপর হামলার মামলায় অভিযুক্ত থাকার অভিযোগে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ খবর নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়ের সৈয়দ।
আরও পড়ুন: শেরপুরে বিএনপি’র সঙ্গে সংঘর্ষে ৬ পুলিশসহ আহত ২১, আটক ১৬
তিনি বলেন, ২৯ শে অক্টোবর যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাজিগঞ্জে র্যালি বের করলে সেই সময়ে হাজিগঞ্জ পূর্ব বাজারের সেতুর কাছে র্যালিটি পৌঁছালে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কর্মীরা পুলিশের ওপর হামলা করলে ওসি জুবাইর সৈয়দসহ পাঁচ জন পুলিশ অফিসার আহত হয়।
এ প্রেক্ষিতে ওই দিনই থানার এসআই আ. আজিজের দায়ের করা মামলায় আটক এ ১০ জন সহ ১৮৬ জন ও ৩৫০ জন অজ্ঞাতকে অভিযুক্ত করা হয়।
এদেরকে আদালতে পাঠালে আদালত তাদেরকে জেল হাজতে পাঠায়। আটকদের মধ্যে বিএনপি হাজীগঞ্জ শাখার সহ-সভাপতি ইমাম হোসেনও রয়েছেন।
অন্যদিকে, বিএনপি নেতারা জানায়, ২৬ নভেম্বর কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশের আগে এসব ধরপাকড়। অন্য কিছু নয়।
আরও পড়ুন: নাটোরে ৫টি ককটেল বিস্ফোরণ, বিএনপি কর্মী আটক
চাঁপাইনবাবগঞ্জে গোপন বৈঠকে বিএনপির ১৫ নেতাকর্মী আটক, ককটেল উদ্ধারের দাবি
১ বছর আগে
চট্টগ্রামে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু
চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনিতে অগ্নিকাণ্ডে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তাঁর মেয়ে। রবিবার (১৯ ডিসেম্বর) ভোরে সিডিএ বি-ব্লক রেল লাইন সংলগ্ন বস্তিতে এই আগুনে পাঁচ কক্ষের একটি টিনের ঘর পুড়ে গেছে।
নিহত রাজিয়া বেগম (৭০) চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার রাজারগাও এলাকার ফজলুল হকের স্ত্রী। আহত খাদিজা বেগম সেফি (৪০) তাঁর মেয়ে। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, ভোরে নিজঘরে আগুন লাগার পর ঘুমে থাকা রাজিয়া ও তার মেয়ে আটকা পড়ে। এলাকার লোকজন দ্রুত মেয়েকে বের করে আনতে পারলেও তার মা আটকা পড়ে। প্রাণে বাঁচতে তিনি চৌকির নিচে ঢুকে যান। কিন্তু বাঁচতে পারেননি। পরে ফায়ার সার্ভিসের দুটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। একপর্যায়ে চৌকির নিচ থেকে রাজিয়া বেগমের লাশ উদ্ধার করেন তারা।
আরও পড়ুন: রাজধানীর নাজিরাবাজারে জুতার কারখানায় আগুন
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, আগুনে মারা যাওয়া নারীর লাশ আমরা ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছি। তার মেয়ে খাদিজাকেও হাসপাতালে পাঠানো হয়েছে। চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ এনামুল হক বলেন, বিশ্ব কলোনির পাঁচটি কাঁচা ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে দগ্ধ হয়ে রাজিয়া নামে এক মহিলার মৃত্যু হয়। আমরা লাশ আকবর শাহ থানা ওসির কাছে হস্তান্তর করি।
আরও পড়ুন: সোনাগাজীতে মেম্বার প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন
নওগাঁয় ফার্নিচার কারখানায় আগুন
২ বছর আগে