টম অ্যান্ড্রুস
বাংলাদেশের পক্ষে একা রোহিঙ্গাদের দায়িত্ব নেয়া উচিত না: জাতিসংঘ
জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার টম অ্যান্ড্রুস বলেছেন,আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশ হিসেবে বাংলাদেশের উচিত রোহিঙ্গাদের সাহায্য করা। তবে একক দেশ হিসেবে রোহিঙ্গাদের সম্পূর্ণ দায়িত্ব নেয়াটা বাংলাদেশের একার পক্ষে উচিত না এবং সম্ভবও না।
রবিবার বাংলাদেশে নিজের পরিদর্শন শেষে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় টম বলেন, রোহিঙ্গা শরণার্থীদের জন্য সম্পদের একটি সমৃদ্ধ উৎস প্রয়োজন। এই সঙ্কট সমাধানে বাংলাদেশ সরকারের প্রয়োজন ও প্রাপ্য একটি শক্তিশালী আন্তর্জাতিক অংশীদারিত্ব। কারণ এই সঙ্কটের কারণ ও সমাধান বাংলাদেশ না, এটা সম্পূর্ণই মিয়ানমারের হাতে।
অ্যান্ড্রুস বলেন, তিনি বাংলাদেশের সঙ্গে বন্ধু হিসাবে কাজ করতে, তার রিপোর্টিং চালিয়ে যেতে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখতে এখানে ফিরে আসার জন্য উন্মুখ।
আরও পড়ুন: রোহিঙ্গারা নিরাপদে ফিরে যাওয়া ছাড়া আর কিছুই চায় না: জাতিসংঘ
তিনি আরও বলেন, সবচেয়ে বড় বিষয় হলো আমি এমন একটি মিয়ানমারকে দেখার অপেক্ষায় আছি যেখানে ন্যায়বিচার, মানবাধিকার ও মানবিকতা প্রাধান্য পাবে। এবং আমি রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে শরণার্থী হিসেবে নয়; তাদের নিজ দেশে, মিয়ানমারের নাগরিক হিসাবে দেখা করতে পারব।
জাতিসংঘের বিশেষ এই র্যাপোর্টিয়ার মিয়ানমারের নৃশংস ও অপরাধমূলক গণহত্যা থেকে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন ও ধন্যবাদ জানান।
এর আগে তিনি ভাসান চর পরিদর্শন করেন, যেখানে সরকার এ পর্যন্ত প্রায় ১৯ হাজার রোহিঙ্গা শরণার্থীকে স্থানান্তরিত করেছে।
৩ বছর আগে