জিইসি
চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে এরাবিয়ান কর্পোরেশনকে ১০ লাখ টাকা জরিমানা
চট্টগ্রামে পাহাড় কাটার অভিযোগে এরাবিয়ান কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নগরীর খুলশী থানার জিইসি এলাকায় ২০ হাজার ঘনফুট পাহাড় কাটার অভিযোগে এ অর্থদণ্ড করা হয়েছে।
রবিবার (১৯ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানা করেন মহানগর কার্যালয়ের পরিচালক নুরুল্লাহ নুরী।
তিনি বলেন, গত ১৭ ডিসেম্বর পরিবেশ অধিদপ্তরে পরিদর্শন টিম জিইসি এলাকায় একটি পাহাড়ের ২০ হাজার ঘনফুট মাটি কাটার সত্যতা পায়। এর প্রেক্ষিতে রবিবার পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এতে অভিযুক্ত প্রতিষ্ঠানটির প্রতিনিধি উপস্থিত ছিলেন।
নুরুল্লাহ নুরী বলেন, পাহাড় কেটে পরিবেশের ক্ষতি সাধন করায় এরাবিয়ান কর্পোরেশনের মালিক হাজী মো. নুর ইসলাম এবং স্ত্রী আমেনা বেগমকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে পাঁচ লাখ টাকা তৎক্ষণাৎ আদায় করা হয়েছে এবং বাকি পাঁচ লাখ টাকা আগামীকালের (সোমবারের) মধ্যে পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে।
আরও পড়ুন: পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস
ঢাকার বাতাসের মান 'অস্বাস্থ্যকর’
৩ বছর আগে