টাইফুন রাই
ফিলিপাইনে টাইফুন ‘রাই’য়ের তাণ্ডবে নিহত বেড়ে ২০৮
ফিলিপাইনে শক্তিশালী টাইফুন ‘রাই’য়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ২০৮ জনে পৌঁছেছে। সেই সঙ্গে দেশটির কয়েকটি প্রদেশে আরও কমপক্ষে ৫২ জন এখনও নিখোঁজ এবং ২৩৯ জন আহত হয়েছে।
টাইফুনের আঘাতে বেশকিছু রাজ্য বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এসব স্থানের অধিবাসীরা খাদ্য ও নিরাপদ পানির অভাবে ভুগছে।
শুক্রবার দক্ষিণ চীন সাগরে উৎপত্তি হওয়া বিধ্বংসী টাইফুন ‘রাই’ ঘন্টায় ১৯৫ কিমি. গতিতে ফিলিপাইন উপকূলে আঘাত হানে। এসময় গাছপালা, বিভিন্ন স্থাপনা ও ভূমিধ্বসে অনেক মানুষ মারা যান। পানি নেমে যাওয়ার পর ৫৭ বছর বয়সী একজন মানুষের লাশ গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এছাড়া ঝোড়ো বাতাস এক নারীকে উড়িয়ে নিয়ে যায়।
আরও পড়ুন: ফিলিপাইনে টাইফুনে মৃতের সংখ্যা বেড়ে ১০০ এর কাছাকাছি
দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিনঘাট দ্বীপের গভর্নর আর্লেন বাগ-আও জানান, টাইফুন রাই তার অঞ্চলে ২০১৩ সালের নভেম্বরে আঘাত হানা সর্বকালের রেকর্ড পরিমান ধ্বংস চালানো টাইফুন হাইয়ানের চেয়েও বেশি ধ্বংসলীলা চালিয়েছে।
তিনি আরও জানান, তার গ্রামের ১৪ জন মারা গেছেন এবং কমপক্ষে ১০০ জন ঘরের চাল, কাঁচ, কাঠ পড়ে আহত হয়েছেন। টাইফুনে স্থানীয় হাসপাতালগুলোও ক্ষতিগ্রস্ত হওয়ায় আহতদের চিকিৎসা সেবা দিতেও হিমশিম খেতে হচ্ছে।
টাইফুন রাইয়ের তাণ্ডবে অন্তত সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে কমপক্ষে চার লাখ মানুষকে তাদের বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। দুর্ঘটনায় আটকে পড়া হাজার হাজার মানুষকে উদ্ধার করেছে দেশটির জরুরি উদ্ধার সেবা কর্মীরা।
আরও পড়ুন: ফিলিপাইনে টাইফুনের আঘাতে ১৯ জনের মৃত্যু
ফিলিপাইনে বিমান বিধ্বস্ত, ৪২ সেনাসদস্য নিহত
৩ বছর আগে