চাল কল
ঠাকুরগাঁওয়ে চাল কলে গলায় শাড়ি পেঁচিয়ে বৃদ্ধা নিহত
ঠাকুরগাঁওয়ে একটি চাল কলে গলায় শাড়ি পেঁচিয়ে আয়শা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় সদর উপজেলার ভেলাজান বাজারে জহির ডিলার মিলের চাল কলে কাজ শেষে বাড়ি ফেরার জন্য প্রস্তূতি নেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়শা বেগম পাহার ভাঙ্গা গ্রামের আব্দুর রহমানের স্ত্রী।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধা ধান শুকানোর কাজে ভেলাজান বাজারের ওই চালকলে আসেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে অসাবধানতাবশত মিলের ফিতার মধ্যে শাড়ি পেচিঁয়ে যায় তার। এতে নিঃশ্বাস বন্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ভারত থেকে আসা ঠাকুরগাঁওয়ে আহত নীলগাইয়ের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার
৩ বছর আগে