সাবিনা আকরাম
বিসিবি থেকে পদত্যাগ করছেন আকরাম খান, জানালো পরিবার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করছেন আকরাম খান। বাংলাদেশ দলের এই সাবেক অধিনায়কের পরিবার সোমবার এ তথ্য জানিয়েছে।
ওমান ও সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের চরম বিপর্যয়ের পর বিসিবির কিছু সিদ্ধান্তে আকরামকে উপেক্ষা করা হয়।
ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হওয়া সত্ত্বেও তাকে উপেক্ষা করে জাতীয় দলের পরিচালক হিসেবে খালেদ মাহমুদকে নিয়োগ দেয় বোর্ড। এটি তিনি ভালোভাবে নেননি বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিবারের এক সদস্য।
আকরামের স্ত্রী সাবিনা আকরাম বলেন, ‘এটি পারিবারিক সিদ্ধান্ত। আকরাম তার জীবনের অধিকাংশ সময় ক্রিকেট নিয়ে কাটিয়েছেন। আমরা চাই এখন তিনি পরিবারকে আরও সময় দিক। আর ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান হিসেবে থাকলে তা তিনি করতে পারবেন না।’
এর আগে আকরাম পদত্যাগ করেছেন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন সাবিনা আকরাম।
ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান হিসেবে আকরামকে ২০১৪ সালে নিয়োগ দেয়া হয়। ২০১৫ সালে এক বছরের জন্য নাঈমুর রহমান দুর্জয় এ দায়িত্ব পালন করেন। পরে ২০১৬ সালে আকরাম আবার ক্রিকেট অপারেশন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নেন।
এ বিষয়ে জানতে আকরাম খানকে পাওয়া যায়নি। তার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো সাড়া দেননি।
সোমবার সন্ধ্যা পর্যন্ত বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী আকরাম খানের সিদ্ধান্তের বিষয়ে অবগত না।
আরও পড়ুন: এবার ব্যাংকের পরিচালক হচ্ছেন সাকিব
ম্যারাডোনার চুরি হওয়া ঘড়ি ভারতে উদ্ধার
৩ বছর আগে