সিফাত
ঢাবি ছাত্রকে নির্যাতনের দায়ে সিফাতকে হল থেকে বহিষ্কার
ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীকে নির্যাতনের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলের শিক্ষার্থী সিফাত উল্লাহকে হল থেকে বহিষ্কার করা হয়েছে।
উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ছাত্র সিফাত উল্লার কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের নিয়ম, সম্মান ও আইন বিরুদ্ধ হওয়ায় হল কর্তৃপক্ষ তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বলে রবিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘যদি সিফাতকে পরবর্তী সময়ে হলে অবস্থান করতে দেখা যায় তাহলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
এর আগে ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে হলের ৩৫১ নম্বর কক্ষে ডেকে নিয়ে কাজী পরশ মিয়া নামে দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন সিফাত উল্লাহ।
ফরাসি ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী কাজী পরশ মিয়ার অভিযোগের প্রেক্ষিতে এ ঘটনা তদন্ত করতে দ্রুত কমিটি গঠন করে হল কর্তৃপক্ষ।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, ওই দিন সন্ধ্যায় পরশ মিয়া মো. মাহমুদুর রহমান নামে এক ইংরেজি বিভাগের শিক্ষার্থীকে ৩৫১ নম্বর কক্ষে ফোনের চার্জার দিতে গেলে সিফাত তাকে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করতে উদ্যত হন।
এ সময় মাহমুদুর সিফাতকে নিবৃত করেন এবং শাকিল হাসান নামে আরেক শিক্ষার্থী তাকে বাইরে নিয়ে আসেন।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৮ সালের ৭ জুলাই অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের দুই শিক্ষার্থীকে--রোকেয়া গাজী লিনা ও আসাদুজ্জামান প্রান্ত-- নির্যাতনের দায়ে সিফাতকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়।
এর আগে চলতি বছরের ৮ নভেম্বর, সিফাত আরিফুল ইসলাম ও তরিকুল ইসলাম নামে আরও দুই ছাত্রকে হল থেকে বের করে দেয়ার জন্য নির্যাতন করেন এবং তা না করলে মেরে ফেলার হুমকিও দেয় বলেন জানা গেছে।
পরে এ ধরনের ঘটনা আর ঘটাবে না বলে মুচলেকা দেয় সিফাত। তবে তিনি এ অঙ্গীকার ভঙ্গ করেছেন বলে জানান হল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ঢাবির সূর্যসেন হলে শিক্ষার্থীকে নির্যাতন, অভিযুক্ত সেই সিফাতই
ঢাবির এফ রহমান হলে ৫ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
৩ বছর আগে