একাত্তর টিভি
‘মিথ্যা প্রতিবেদন’: একাত্তর টিভির বিরুদ্ধে মুশফিকের আইনি ব্যবস্থা
বাংলাদেশ ও নিউ জিল্যান্ড টেস্ট সিরিজ চলাকালে প্রচারিত একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বেসরকারি চ্যানেল একাত্তর টিভির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রক্রিয়া শুরু করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
গত ৬ ডিসেম্বর প্রচারিত ওই প্রতিবেদনে মুশফিকের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠার পর সুপ্রিম কোর্টের আইনজীবী শিহাব উদ্দিন খান একাত্তর টিভিকে আইনি নোটিশ পাঠান।
আরও পড়ুন: ঢাকা টেস্ট: নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিংয়ের সিদ্ধান্ত
নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে চারটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের দাবি জানানো হয়েছে। সেগুলো হলো-
সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে প্রতিবেদনটি অবিলম্বে অপসারণ, ক্ষমা প্রার্থনা সম্বলিত একটি প্রেস রিলিজ প্রকাশ এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবেদককে সতর্ক করা।
লিগ্যাল নোটিশে জোর দিয়ে বলা হয়- একাত্তর টিভির মতো একটি স্বনামধন্য চ্যানেলে এ ধরনের প্রতিবেদন প্রকাশ অপ্রত্যাশিত এবং সাংবাদিকতার নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
নিউ জিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে আউট হন মুশফিক। বোলারের বল ডেলিভারির পর ব্যাট দিয়ে রক্ষা করার পরে আবার তা দূরে ঠেলে দিয়ে তিনি ক্রিকেটীয় আইন লঙ্ঘন করেছিলেন, কারণ ব্যাটসম্যানদের ডেলিভারি খেলার সময় বা পরে বল পরিচালনা করার অনুমতি দেওয়া হয় না। বাংলাদেশের পক্ষে টেস্টে এই ধরনের প্রথম আউট।
একাত্তর টিভির এক প্রতিবেদনে বলা হয়, মুশফিকের আউটের সঙ্গে স্পট ফিক্সিংয়ের সম্পর্ক থাকতে পারে।
আরও পড়ুন: ঢাকা টেস্ট: নিউ জিল্যান্ডকে ১৩৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
ঢাকা টেস্ট: ফিলিপস আক্রমণে নিউ জিল্যান্ডের লিড
১ বছর আগে
সময় ও একাত্তর টিভির টকশোতে না যাওয়ার সিদ্ধান্ত বিএনপির
বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি ও একাত্তর টিভির টকশোতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতারা।
বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি মঙ্গলবার ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘টকশোতে অংশ নেওয়া দলীয় ও কেন্দ্রীয় নেতারা আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা এই দুটি টিভি চ্যানেলের টকশোতে অংশ নেব না।’
আরও পড়ুন: আ.লীগ চাপে বিনয়ী হওয়ার ভান করছে: ফখরুল
তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারকে হেয় করতে বিভিন্ন ভিডিও দেখাচ্ছে সময় টিভি। চ্যানেলটি শত্রুর মতো আচরণ করছে, ভুয়া তথ্য ছড়াচ্ছে।’
এ্যানি বলেন, ‘একাত্তর টিভির টকশো উপস্থাপকরা নিজেদের মতো ঘটনা বর্ণনা করেন। অনেক সময় তারা চতুরতার সঙ্গে আমাদের দল ও নেতৃত্বকে হেয় করতে অনুষ্ঠান আয়োজন করে।’
আরও পড়ুন: ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি বিএনপির
১ বছর আগে
রোটারি মিডিয়া অ্যাওয়ার্ড জিতেছেন একাত্তর টিভির পারভেজ ও বাংলা ট্রিবিউনের শাহেদ
একাত্তর টিভির বিশেষ প্রতিবেদক মুফতি পারভেজ নাদির রেজা এবং বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার শাহেদ শফিক রোটারি মিডিয়া অ্যাওয়ার্ড জিতেছেন। ব্রডকাস্ট ও প্রিন্ট মিডিয়া বিভাগে তাদের অসামান্য প্রতিবেদনের জন্য উন্নয়ন সাংবাদিকতায় প্রথমবারের মতো তারা এ পুরস্কার লাভ করেন।
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ‘রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট কনফারেন্সে’ এ পুরস্কার প্রদান করা হয়।
এছাড়া ব্রডকাস্ট বিভাগে নাগরিক টিভির আবদুল্লাহ শফি, এটিএন নিউজের আহমেদ ফজলে রাব্বি, এবং প্রিন্ট ও অনলাইন বিভাগে দৈনিক কালের কণ্ঠের জেসমিন পাপড়ি, দৈনিক কালের কণ্ঠের গৌরাঙ্গ নন্দী তাদের প্রতিবেদনের জন্য মনোনীত হয়েছেন।
দুই বিজয়ী পুরস্কার হিসেবে পেয়েছেন এক লাখ টাকা, একটি ক্রেস্ট ও সার্টিফিকেট এবং মনোনীতদের প্রত্যেককে একটি করে ক্রেস্ট ও সনদপত্র দেয়া হয়েছে।
গত মাসে রোটারি ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট গভর্নর ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী জাতীয় প্রেসক্লাবে রোটারি মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২ এর ঘোষণা দিয়েছিলেন। যাতে রোটারির সাতটি ক্ষেত্র যেমন-নিরাপদ পানি ও স্যানিটেশন, শিশু ও মাতৃত্ব, পরিবেশ সংরক্ষণ, স্থানীয় অর্থনীতি,শিক্ষা এবং সংক্রমণ খাতের উন্নয়ন সাংবাদিকতার জন্য এ অ্যাওয়ার্ড দেয়ার কথা ঘোষণা করা হয়।
আরও পড়ুন: আমির হামজাকে বাদ দিয়ে স্বাধীনতা পুরস্কারের নতুন তালিকা
২ বছর আগে
খুলনায় সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি
খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য, একাত্তর টিভির খুলনা ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নুর ওপর হামলাকারীদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাংবাদিকরা।
৪ বছর আগে