লাভ মকটেল
লাভ মকটেল ছবির সফলতার পর এবার আসছে লাভ মকটেল-২
প্রথম নির্দেশনা দিয়েই পুরো দক্ষিণ ভারতের চলচ্চিত্র মহলে আলোড়ন সৃষ্টি করেছেন ডার্লিং কৃষ্ণা। ছবির নাম লাভ মকটেল। চলতি বছরেই ব্লকবাস্টার কন্নড় ছবিটির জন্য সেরা পরিচালক ও সেরা অভিনেতা বিভাগে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র পুরষ্কারের জন্য মনোনীত হন কৃষ্ণা। এই সফলতার রেশ ধরেই এবার তিনি মুভিটির আরও একটি সংস্করণ নিয়ে ভক্তদের সামনে হাজির হতে যাচ্ছেন। নতুন এই কন্নড় পরিচালক ও তার মুভির আসন্ন সিকুয়ালের ব্যাপারে কিছু তথ্য জেনে নেয়া যাক ।
নতুন বছরে লাভ মকটেল-২
২০২২ সালের ১১ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসছে রোমান্টিক-ড্রামা চলচ্চিত্র লাভ মকটেল-২। ভক্তদের কাছে করা প্রতিশ্রুতি অনুযায়ী, গত ১৮ ডিসেম্বর এমনটিই ঘোষণা করলেন অভিনেতা-কাম-চলচ্চিত্র নির্মাতা ডার্লিং কৃষ্ণা। প্রথম ছবিটি প্রকাশ পেয়েছিল ২০২০’র ৩১ জানুয়ারি। তারই দুই বছর পর ভক্তদের ভ্যালেন্টাইন সপ্তাহ সার্থক করতে আরও একটি নাটকীয় ভালোবাসার দৃশ্যায়ন ঘটাবে লাভ মকটেল-২।
শুটিংয়ের সমস্ত কাজ আগস্টেই শেষ হলে ছবির শুভমুক্তির পরিকল্পনা ছিল ডিসেম্বরে। কিন্তু পরিশেষে নতুন বছরের ভালোবাসার সপ্তাহকেই চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।
আরও পড়ুন: বজরঙ্গি ভাইজান-২: মুন্নিকে নিয়ে বলিউড মাতাতে আবারও আসছেন সালমান
লাভ মকটেল সিকুয়ালের নির্মাতাদের কথা
সিনেমাটির প্রযোজনা ও চিত্রনাট্যের সামগ্রিক কার্যাদি সম্পাদন করেছেন ডার্লিং কৃষ্ণা ও তার স্ত্রী মিলানা নাগরাজ। প্রথম ছবিটিও তাদের দুজনেরই প্রযোজনাতে নির্মিত হয়েছিল। ২০২১’র ভালোবাসা দিবসে সারা জীবনের জন্য জুটি বাঁধেন লাভ মকটেলের আদি ও নিধি খ্যাত কৃষ্ণা ও মিলানা। সে সময়েই অঙ্কুরে বেড়ে ওঠে সিকুয়াল নির্মাণের চিন্তাটা।
লকডাউনের ঝামেলা থাকা সত্ত্বেও আগস্ট নাগাদ ছবির দৃশ্য ধারণের কাজ শেষ করা হয়। অতঃপর অক্টোবরে মিলে যায় ছবি মুক্তির ‘ইউ’ছাড়পত্র। এরপর থেকে পরবর্তী বছরের ভ্যালেন্টাইন সপ্তাহ পর্যন্ত অপেক্ষার মূল কারণ হলো কৃষ্ণা-মিলানা দম্পতির বিয়ের দিনক্ষণের সাথে দ্বিতীয় ছবির মুক্তি মেলানো। তাছাড়া ডিসেম্বরে উল্লেখযোগ্য পরিমাণে দক্ষিণ ভারতীয় মুভির মুক্তির তারিখ ঠিক হয়েছে। সে ব্যাপারটিকেও বেশ গুরুত্বের সঙ্গে নেয়া হয়েছে।
ডার্লিং কৃষ্ণা পরিচালিত এই ছবির সঙ্গীতের দায়িত্ব নেন নকুল অভ্যঙ্কর। চলচ্চিত্র সম্পাদনা এবং সিনেমাটোগ্রাফির দায়িত্বে আছেন শ্রী ক্রেজিমিঞ্জ।
আরও পড়ুন: চরকি অরিজিনাল ‘জাগো বাহে’: ঐতিহাসিক তিন গল্পের অমনিবাস চলচ্চিত্র
সম্ভাবনাময় নতুন তারকা নিয়ে লাভ মকটেল-২
লাভ মকটেল-২-এ প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন নতুন অভিনেত্রী র্যাচেল ডেভিড। এ ছবিতে একটি মুখ্য চরিত্রে অভিনয়ের মাধ্যমে স্যান্ডালউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন সুস্মিতা। তার আরও একটি পরিচয় হচ্ছে- তিনি একজন উদ্যোক্তা ও একটি হেয়ার-অয়েল কোম্পানির মালিক।
৩ বছর আগে