সবুজ মণ্ডল
কুষ্টিয়ায় পার্ক থেকে যুবকের লাশ উদ্ধার
কুষ্টিয়া শহরের মিলপাড়ায় গড়াই নদীর ধারে নির্মাণাধীন ইকো পার্ক থেকে বুধবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সবুজ মণ্ডল (২২) শহরের পূর্ব মিলপাড়া এলাকার হায়দার আলীর ছেলে ও স্থানীয় একটি তিলের খাজা কারখানার শ্রমিক ছিলেন।
নিহতের বাবা হায়দার আলী জানান, মঙ্গলবার রাতে কারখানায় কাজে যাওয়ার পর সবুজ আর বাড়িতে ফিরে আসেনি। সকালে ইকো পার্কে তার ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহতের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
আরও পড়ুন: বগুড়ায় পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
কুষ্টিয়ায় একই ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
৩ বছর আগে