আনাই মোগিনি
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ: ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
পাঁচ জাতি সাফ অনূর্ধ্ব-১৯ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ ভারতকে ১-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বুধবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ শিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
৮০তম মিনিটে শাহেদা আক্তার রিপার ব্যাক হিল থেকে লম্বা দূরত্বের শটে ম্যাচজয়ী গোল করে দেশের জন্য খ্যাতি এনে দেন ডিফেন্ডার আনাই মোগিনি।
সদ্য সমাপ্ত সাফ টুর্নামেন্টে সব ম্যাচ জিতে ২০ গোল করেছে বাংলাদেশ দল।
রাউন্ড রবিন পর্বে প্রতিবেশী ভারতকে ১-০ গোলে পরাজিত করার পর ভারতের বিপক্ষে বাংলাদেশের এটি ছিল টানা দ্বিতীয় জয়।
আরও পড়ুন: আপাতত বিসিবিতে থাকবেন আকরাম, পরবর্তী সিদ্ধান্ত ২৪ ডিসেম্বর: পাপন
৩ বছর আগে