ইফতেখার হত্যা মামলা
কুমিল্লায় ইফতেখার হত্যা মামলায় গ্রেপ্তার ৪
হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে কুমিল্লার দাউদকান্দির উপজেলার পিপইয়াকান্দি গ্রামের এসএসসি পরীক্ষার্থী ইফতেখার হাসান হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ কুমিল্লা।
বৃহস্পতিবার কুমিল্লার শাকতলায় এক সংবাদ সম্মেলনে র্যাবের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন এই তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন- নাসির উদ্দিন, ইয়াছিন, হৃদয় ও মাইনউদ্দিন।
আরও পড়ুন: ফরিদপুরে ৮ ‘ডাকাত সদস্য’ গ্রেপ্তার
সংবাদ সম্মেলনে বলা হয়, পিপিইয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে এসএসসি পরীক্ষার্থী ইফতেখার হাসান ইমন গত ২০ ডিসেম্বর রাতে মাহফিলে যাওয়ার পথে পূর্বশত্রুতার জের ধরে নাসির উদ্দিন তার সহযোগিদের নিয়ে ইমনের ওপর হামলা চালায়। এসময় তারা ইমনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও লাঠিপেটা করে। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ওই দিন রাতেই তিনি মারা যান।
আরও পড়ুন: মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১
এ ব্যাপারে নিহতের চাচা জামাল বাদী হয়ে দাউদকান্দি থানায় ১২ জনকে এজহার ও অজ্ঞাত কয়েকজনেকে উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। এরপর র্যাব আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করে মামলার আসামি নাসির উদ্দিন, ইয়াছিন, হৃদয় ও মাইনউদ্দিনকে গ্রেপ্তার করে।
আসামিদের দাউদকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
২ বছর আগে