ছুরিকাঘাতে যুবককে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ায় ৪০০ টাকার জন্য ছুরিকাঘাতে যুবককে হত্যা, আটক ১
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনাদারের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে শহরের কাজীপাড়া দরগা মহল্লার একটি রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে।
নিহত রুমান মিয়া (২৯) কাজীপাড়া মৌলভীহাটী এলাকার ভাড়াটিয়া আব্দুর রহমানের ছেলে।
আরও পড়ুন: পাবনায় নারীকে কুপিয়ে হত্যা, আটক ১
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, কাজীপাড়া এলাকার দরগা মহল্লার শিশু মিয়ার ছেলে হুসাইন রুমানের কাছে ৪০০ টাকা পাওনা ছিল। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি নিয়ে এই হত্যার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় পুলিশ অভিযুক্তকে ঘটনার এক ঘণ্টার মধ্যে কাজীপাড়া এলাকা থেকে আটক করে বলে ওসি জানান।
আরও পড়ুন: গাজীপুরে চালককে হত্যা পর অটোরিকশা ছিনতাই
২ বছর আগে