বাংলাভিশন
টেলিভিশনে বড় দিনের বিশেষ আয়োজন
যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো আজ শনিবার বাংলাদেশেও উপযাপিত হচ্ছে শুভ বড়দিন।
বড়দিন উপলক্ষে দেশের টেলিভিশন চ্যানেলগুলো তাদের অনুষ্ঠানমালায় রেখেছে বিশেষ আয়োজন। ছোট থেকে বড়দের জন্য যা প্রচার হবে দিনব্যাপী। উল্লেখযোগ্য কয়েকটি অনুষ্ঠান প্রসঙ্গে জানানো হলো।
ক্ষমা
আরটিভিতে রাত ৮টায় প্রচার হবে বিশেষ নাটক ‘ক্ষমা’। মহিউদ্দীন আহমেদেও রচনায় এটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। অভিনয়ের রয়েছেন সালাহউদ্দিন লাভলু, নুসরাত ইমরোজ তিশা, মনোজ প্রামাণিক প্রমুখ
নাটকটির গল্পে দেখা যাবে, ডেভিডের আশ্রিত বোন স্বাস্থ্যকর্মী মারিয়াকে ভালোবাসে জোসেফ। কিন্তু জুয়াড় আসরে মদ্যপ অবস্থায় নিজের বোনকে রানার সাথে বিয়ে দিতে সম্মত হয় ডেভিড। সেদিন ডেভিডের পকেটের টাকা শেষ হয়ে গিয়েছিল। এই সুযোগ, দান ধরার আগে কৌশলী রানা প্রস্তাব করেছিল, ডেভিড হারলে রানার হাতে সে তার বোনকে তুলে দেবে।
ডেভিড সত্যি সত্যি হেরে যায় কিন্তু রানার সাথে মারিয়াকে বিয়ে দিতে অসম্মতি জানায়। ফলস্বরূপ রানা প্রচন্ড ক্ষেপে গিয়ে চড়াও হয় ডেভিডের উপর। সে তাকে ছুরিকাঘাত করে। ডেভিডকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
ওদিকে জোসেফ মারিয়াকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় যাতে রানা তার খোঁজ না পায়। রানা হন্যে হয়ে মারিয়াকে খুঁজতে থাকে ভাইয়ের অসুস্থতার খবর শুনে দিশেহারা হয়ে মারিয়া চার্চে যায়। প্রভুর কাছে ভাইয়ের জন্য প্রার্থনা করতে থাকে। জোসেফ এসে খবর জানায়, ডেভিডের সাকসেসফুল অপারেশন হয়েছে। সে এখন অনেকটাই ভালো আছে। মারিয়া প্রভুকে ধন্যবাদ জানায়।
প্রভু যীশুর শুভাগমন
শুভ বড়দিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘প্রভু যীশুর শুভাগমন’ বাংলাভিশনে প্রচার হবে বিকেল ৫টা ৩০ মিনিটে। বড়দিনের প্রার্থনা, সান্তাক্লজ—এর উপহার, সাজ সজ্জাসহ বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে এই আয়োজনে।
প্রিয়ানা ভার্জিনীয়া গমেজ—এর উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাদার জেমস্ শ্যামল গমেজ, সিএসসি ও মামুনুর রহমান সুমন, ডিরেক্টর অব সেলস্, ওয়েস্টিন, ঢাকা অ্যান্ড শেরাটন, ঢাকা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আবু হানিফ।
আরও পড়ুন: করোনা মহামারির মধ্যে উদযাপিত হচ্ছে আরেকটি বড়দিন
২ বছর আগে