প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: রাজবাড়ী জেলা মহিলা দলের সদস্য গ্রেপ্তার
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে রাজবাড়ীর রক্তকন্যা খ্যাত সোনিয়া আক্তার স্মৃতিকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে রাজবাড়ী থানা পুলিশ সোনিয়াকে আদালতে পাঠিয়েছে।
এর আগে মঙ্গলবার রাত ১২টার দিকে রাজবাড়ী জেলা শহরের ৩ নং বেড়াডাঙ্গায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোনিয়া সৌদি প্রবাসী খোকনের স্ত্রী। তিনি স্বেচ্ছাসেবী সংগঠন রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, রাজবাড়ী থিয়েটার ও জেলা মহিলা দলের একজন সক্রিয় সদস্য বলেও জানা গেছে।
সোনিয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য সচিব ও মিজানপুর ইউনিয়নের আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফিন চৌধুরী।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে কটূক্তি: নড়াইলে স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
মামলার এজাহার সূত্রে জানা যায়, ‘Sonya akter smrity’ নামের ফেসবুক আইডি থেকে গুজবমূলক পোস্ট দেখতে পাওয়া যায়। এতে আওয়ামী লীগ ও অন্যান্য দলসহ বিভিন্ন সম্প্রদায়ের মাঝে বিদ্বেষ সৃষ্টি হয়েছে। এই পোস্টের মাধ্যমে বিভিন্ন শ্রেণির জনসাধারণের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করার চেষ্টা করেছে সোনিয়া আক্তার স্মৃতি। যে কারণে স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে মামলা করেছেন আরেফিন চৌধুরী।
মামলার বাদী আরিফিন চৌধুরী সাংবাদিকদের জানান, ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিনে সোনিয়া আক্তার স্মৃতি তার ফেসবুক আইডি থেকে শুভ জন্মদিন প্রিয় লিখে একটি সাপের ছবি পোস্ট করেন। তখন তিনি তার প্রোফাইল ঘেটে দেখেন ৩১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে আরেকটি পোস্ট দিয়েছেন তিনি। আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে এই পোস্ট তাকে ব্যথিত করেছে। যার কারণে ৩ অক্টোবর রাজবাড়ী সদর থানায় সোনিয়া আক্তার স্মৃতির নামে এজাহার করেন।
আরও পড়ুন: প্রবাসীকল্যাণ মন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’, সিলেটে যুবক গ্রেপ্তার
এই এজাহারের প্রেক্ষিতে পুলিশ সোনিয়াকে গ্রেপ্তার করেছে এবং মামলাটি বুধবার রেকর্ড হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, গুজব ও কটূক্তি ছড়ানোর অভিযোগে সোনিয়া নামের এক নারীকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবদল নেতা গ্রেপ্তার
২ বছর আগে
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: ছাতকে যুবক গ্রেপ্তার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত ও হাইকোর্ট নিয়ে অবমাননাকর বক্তব্য ফেসবুকে পোস্ট করার অভিযেগে সুনামগঞ্জের ছাতকে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার লুৎফুর রহমান শাওন ছাতক পৌরসভার গণক্ষাই গ্রামের কালা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন: ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, মানিকগঞ্জে নারী গ্রেপ্তার
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ছাতক থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল শেখ শুক্রবার রাতে ওই যুবককে গ্রেপ্তার করেন।
মামলার এজাহার সূত্র অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হাইকোর্টের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন শাওন। তিনি রাষ্ট্রবিরোধী কয়েকটি ফেসবুক গ্রুপ ও পেইজ পরিচালনা করে গুজব প্রচার করেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান গ্রেপ্তারে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: শেরপুরে শিক্ষার্থী আটক
২ বছর আগে