বড়দিন উদযাপিত
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বড়দিন উদযাপিত
দেশের বৃহত্তম খ্রিস্টান পল্লী গাজীপুরের খ্রিস্টান এলাকাগুলোতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বড়দিন উদযাপিত হয়েছে।
বড়দিন উপলক্ষে ভোর থেকেই স্বাস্থ্যবিধি মেনে খ্রিস্টান পল্লীগুলোতে উৎসবে মেতে উঠে। সকাল থেকে গির্জায় গির্জায় খৃষ্টযাগ, উপাসনা, প্রার্থনা সভা, প্রসাদ বিতরণ, উপহার প্রদান ও সঙ্গীতসহ ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা এবং কর্মসূচির আয়োজন করা হয়। ভক্ত ও অনুসারীরা বিশেষ প্রার্থনায় অংশ নেন। কোন কোন গির্জায় কয়েক দফায় ধর্মীয় অনুষ্ঠানাদি হয়েছে। সকালেই গির্জায় গিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সবাইকে শুভকামনা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
আরও পড়ুন: সাভারে উৎসব আর ধর্মীয় ভাবগাম্বীর্যে বড়দিন পালিত
কেক কাটা অনুষ্ঠানের পর তিনি বলেন, অত্যন্ত আনন্দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই এলাকার খ্রিস্টান ধর্মাবলম্বীরা তাদের বড়দিন উদযাপন করছে।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যাতে তারা উৎসব আনন্দ করতে পারে সেজন্য প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
আরও পড়ুন: চট্টগ্রামে বড়দিন ঘিরে নানা আয়োজন, নিরাপত্তা জোরদার
জেলার কালীগঞ্জ উপজেলার নাগরি সেন্ট নিকোলাস চার্চের ফাদার জয়ন্তী গোমেজ জানান, গির্জায় বিশেষ প্রার্থনায় ধর্মবর্ণ নির্বিশেষে সারা বিশ্বের শান্তি ও কল্যাণ কামনা করা হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনকের জন্মদিন মুজিব বর্ষ উপলক্ষে বিশেষ প্রার্থনা করা হয়। সামনের বছরগুলোতে যেন আর এরকম মহামারির দুর্যোগ মানুষের জীবনে আর না থাকে, সেই প্রার্থনাও জানানো হয় ঈশ্বরের কাছে।
২ বছর আগে