মেম্বার প্রার্থীর মৃত্যু
ভোটের আগের দিন মেম্বার প্রার্থীর মৃত্যু
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের মেম্বার প্রার্থী মো. নজরুল ইসলাম সাকিদার (৬৩) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার ভোর ৫টায় শরীয়তপুর থেকে ঢাকা নেয়ার পথে ফেরিতে মারা যান তিনি।
মৃত মো. নজরুল ইসলাম শাকিদার আগামী ৫ জানুয়ারি (বুধবার) পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের বৈদ্যুতিক পাখা মার্কার মেম্বার প্রার্থী ছিলেন। তিনি ওই ইউনিয়নের চান্দনি গ্রামের মৃত জালাল উদ্দিন শাকিদারের ছেলে। তিনিও সাবেক মেম্বারও ছিলেন।
আরও পড়ুন: ভোটের দিন মারা গেলেন মেম্বার প্রার্থী
নজরুল ইসলামের ছেলে তুষার শাকিদার জানান, তার বাবা সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান। মঙ্গলবার ভোরে ঢাকায় নেয়ার পথে মঙ্গলমাঝির ঘাট-শিমলিয়া নৌরুটে ফেরিতে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্র জানায়, বাদ জোহর ওই ইউনিয়নের কলাবাগান জামে মসজিদের জানাজা শেষে গণকবরস্থানে দাফন করা হবে।
আরও পড়ুন: সোনাগাজীতে মেম্বার প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন
১২১৬ দিন আগে
ভোটের দিন মারা গেলেন মেম্বার প্রার্থী
ভোট শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ওয়ার্ড মেম্বার প্রার্থী মো. মনির তালুকদার মৃত্যু হয়েছে। রবিবার ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
মৃতের ছেলে আরফাত বলেন, আমার বাবা মনির উদ্দিন কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে ফুটবল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ভোরে হার্ট অ্যার্টকে তিনি মারা যান।
আরও পড়ুন: সোনাগাজীতে মেম্বার প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন
কর্ণফুলী নির্বাচন কর্মকর্তা আবদুল শুক্কুর বলেন, এটা দুঃখজনক ঘটনা। তবে তার মৃত্যুতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। তিনি নির্বাচিত হলে পরবর্তীতে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে, চট্টগ্রামে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন চলছে। জেলার পটিয়া, কর্ণফুলী ও লোহাগাড়া উপজেলার ২৭ ইউনিয়নে রবিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
আরও পড়ুন: সিলেটে ২ মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে বৃদ্ধ খুন
১২২৫ দিন আগে