রেলওয়ে স্টেশন
নারায়ণগঞ্জে বাসে ট্রেনের ধাক্কা, নিহতের সংখ্যা বেড়ে ৪
নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে লেভেল ক্রসিংয়ে ট্রেন-বাসের সংঘর্ষে আহত আরেক ব্যক্তি সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।
নিহত মেজবাহ উদ্দিন (৬৫) হিমাগারের কর্মচারী ও নারায়ণগঞ্জ বন্দরের বাসিন্দা।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।
রবিবার সন্ধ্যায় নগরীর নবাব সিরাজদৌল্লাহ সড়কের কাছে ১ নম্বর রেলগেট এলাকায় যানজটের কারণে আনন্দ পরিবহনের একটি বাস ১০ থেকে ১৫ জন যাত্রী নিয়ে লেভেল ক্রসিংয়ে আটকা পড়ে। এ সময় নারায়ণগঞ্জগামী একটি ট্রেন বাসটিকে ধাক্কা দিয়ে প্রায় এক মিটার দূরে টেনে নিয়ে যায়। এতে তিন জন মারা যান এবং অন্তত ২০ জন আহত হন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে বাসে ট্রেনের ধাক্কা, নিহতের সংখ্যা বেড়ে ৩
আহতদের প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে এবং ছয়জনকে ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনে (নিটোর) পাঠানো হয়েছে।
এদিকে ওই এলাকার দোকানদার হুমায়ুন জানান, লেভেল ক্রসিংয়ের পাশে অস্থায়ী দোকানপাট গড়ে ওঠায় রেলগেটটি নামানো যাচ্ছিল না।
আরও পড়ুন: নবাবগঞ্জে ট্রাকচাপায় একই পরিবারের ৪ জন নিহত
২ বছর আগে