বলৎকারের অভিযোগে কারাগারে শিক্ষক
শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে কারাগারে শিক্ষক
দিনাজপুরের ৩ নম্বর উপশহরের একটি মাদরাসায় শিশু শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে করা মামলায় ওই প্রতিষ্ঠানের এক শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত।
অভিযুক্ত সাফিউল ইসলাম সাফি (৩৮) নাটোরের সিংড়া উপজেলার হাপোনিয়া মাকিকজারপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি ওই মাদরাসার হেফজ শাখার শিক্ষক।
আরও পড়ুন: ফরিদপুরে হাইওয়ে থানায় হামলা: ৭ আসামি কারাগারে
কোতোয়ালি থানার ইন্সপেক্টর আসাদুজ্জামান জানান, ইসলামী দিনী শিক্ষা অর্জনে দিনাজপুরের ৩ নম্বর উপশহরের জামিয়া আরাবিয়া ক্কারিয়ানা হাফেজিয়া মাদরাসায় পাঁচ মাস ধরে অবস্থান করছিল পার্বতীপুর উপজেলার স্থায়ী বাসিন্দা বর্তমানে উত্তর শেখপুরা এলাকায় বসবাসকারী জনৈক ব্যক্তির ১২ বছর বয়সী শিশু পুত্র। ভয়ভীতি দেখিয়ে গত ২৪ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে ওই শিশু শিক্ষার্থীকে ঘুম থেকে জাগিয়ে তুলে অন্য শিশু শিক্ষার্থীদের সামনে বলৎকার করে হেফজ শাখার শিক্ষক সাফিউল ইসলাম সাফি।
আরও পড়ুন: বিয়ানীবাজারে নার্সের রহস্যজনক মৃত্যু: স্বামী কারাগারে
তিনি জানান, এ ঘটনায় জড়িত শিক্ষক সাফিউল ইসলাম সাফিকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী ২০০৩ ধারায় একটি মামলা করেন শিশুটির বাবা। গত রবিবার রাতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২ বছর আগে