র্যাব চা শ্রমিকদের সংঘর্ষ
ফটিকছড়িতে র্যাবের সঙ্গে সংঘর্ষে চা শ্রমিক গুলিবিদ্ধ
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর বারমাসিয়া চা বাগানে র্যাব ও চা শ্রমিকের মধ্যে সংঘর্ষে মনতোষ (৫৫) নামে এক শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। মাদক উদ্ধার অভিযানের সময় সোমবার রাতে এই সংঘর্ষের ঘটনায় আরও পাঁচ র্যাব সদস্য ও ১০ শ্রমিক আহত হন।
আহত র্যাব সদস্যরা হলেন- র্যাবের ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ চপল (৩০), র্যাব সদস্য আবদুস ছালাম (৪২), মোস্তাফিজুর রহমান (৩২), শাহীন আলম (৩০), মোমিনুল হোসেন (২৯)।
তাদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আরও পড়ুন: ইউপি নির্বাচনে সহিংসতা: সিলেটে গুলিবিদ্ধ হয়ে নিহত ১
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সন্ধ্যায় র্যাবের একটি দল সাদা পোশাকে বারমাসিয়া চা বাগানে অভিযান চালায়। এই সময় তারা চা বাগানের শ্রমিক চিত্তরঞ্জনকে (৪৫) আটক করে। তখন কিছু শ্রমিক ডাকাত এসেছে বলে বাগানের পাগলা ঘণ্টা বাজিয়ে দেয়। (মূলত বাগানের অভ্যন্তরে কোন ঘটনা/দুর্ঘটনা ঘটলে সংকেত হিসেবে এই ঘন্টা বাঁজানো হয়)।
এ সময় বাগানের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক শ্রমিক এসে র্যাব সদস্যদের ঘিরে তাদের ওপর চড়াও হয়।এই সময় দুই পক্ষের মধ্যে সংর্ঘষ হয়।
চা শ্রমিকরা জানায়, মারামারির সময় র্যাব সদস্যরা গুলি চালায়। এতে মনতোষ (৫৫) নামে এক শ্রমিক গুলিবিদ্ধ হয়। তখন উত্তেজিত শ্রমিকরা র্যাবের ব্যবহৃত একটি হায়েস (ঢাকা মেট্রো চ ২৫-৬৭১১) ও একটি প্রাইভেট কার (চট্টমেট্টো গ ৪৫-২০২৯) ভাঙচুর করে। পরে খবর পেয়ে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ফটিকছড়ি উপজেলা হাসপাতাল সূত্র জানায়, সংর্ঘষে র্যাবের ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপলের মাথায় আঘাত লেগে আহত হন। তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া আবদুস ছালাম, মোস্তাফিজুর রহমান, শাহীন আলম, মোমিনুল হোসেন র্যাব সদস্যদেরও চিকিৎসা দেয়া হয় বলে জানা গেছে।
আরও পড়ুন: বেগমগঞ্জে চেয়ারম্যান প্রার্থীসহ গুলিবিদ্ধ ৩
রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন র্যাব-৭ এর উপপরিচালক মেহেদী হাসান, হাটহাজারী এএসপি সার্কেল সাহাদাত হোসেন, ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দীন ফারুকী। এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ঘটনা জানতে র্যাব-৭ এর মিডিয়া সেলে বার বার ফোন করেও কারো সাড়া পাওয়া যায়নি।
এ ব্যাপারে ভূজপুর থানার ওসি মো. হেলাল ফারুকী বলেন, ‘বারমাসিয়া চা বাগানে মাদক উদ্ধারের ঘটনা নিয়ে র্যাব ও চা শ্রমিকদের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। তবে আমরা লিখিতভাবে কিছু পাইনি। তাই এ বিষয়ে কোন বক্তব্য দেয়া সম্ভব নয়।’
২ বছর আগে