পরীক্ষার ফল প্রকাশ
ঢাবির ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে পাসের হার ৯ দশমিক ৬৯ শতাংশ।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান দুপুর ১টায় আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুম থেকে ফল প্রকাশ করেন।
শিক্ষার্থীরা admission.eis.du.ac.bd এই ওয়েব ঠিকানায় তাদের ফল দেখতে পারবেন অথবা ক্ষুদে বার্তার পরিষেবা (এসএমএস) ব্যবহার করেও দেখতে পারবেন।
আরও পড়ুন: ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ
এসএমএস-এর মাধ্যমে ফল দেখতে ইংরেজিতে ‘ডিইউ’ লিখে একটি স্পেস দিয়ে পরীক্ষার্থীর রোল নম্বর দিতে হবে এবং তা ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ফল জানিয়ে দেওয়া হবে।
মোট ১১ হাজার ১৬৯ জন শিক্ষার্থী পরীক্ষায় পাস করেছেন এবং মাত্র ২ হাজার ৯৩৪ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট ২ হাজার ৯৩৪টি আসনের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে শিক্ষার্থীদের জন্য ৯০৮টি, কলা বিভাগ থেকে শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৭৪৪টি এবং ব্যবসায় বিভাগ থেকে শিক্ষার্থীদের জন্য ২৮২টি আসন বরাদ্দ রয়েছে।
সকল যোগ্য শিক্ষার্থীদের অনলাইনে বিষয় পছন্দের ফর্ম পূরণ করতে বলা হয়েছে।
এ বছর এই ইউনিটের অধীনে ২ হাজার ৯৪৩টি আসনের বিপরীতে ১ লাখ ২২ হাজার ৮৩৪ জন শিক্ষার্থী আবেদন করেছিল।
আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ: সিলেট বোর্ডে পরিবর্তন হয়েছে ৫১ শিক্ষার্থীর
১ বছর আগে
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ৩০ ডিসেম্বর
আগামী ৩০ ডিসেম্বর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে শিক্ষা ক্যাডারের ১৬৪ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন: শিক্ষার্থীদের রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ শিক্ষামন্ত্রীর
শিক্ষামন্ত্রী জানান, আগামী ৩০ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত থাকার কথা রয়েছে।
ফল প্রকাশের দিন দুপুর ১২ টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফলাফল তুলে ধরবেন।
আরও পড়ুন: ৩১ ডিসেম্বরের মধ্যে ৯৫ শতাংশ পাঠ্যবই প্রতিষ্ঠানে পৌঁছে যাবে: শিক্ষামন্ত্রী
উল্লেখ্য,মহামারি করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার ৯ মাস পিছিয়ে গত ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় শিক্ষার্থী ছিল ২২ লাখের বেশি।
২ বছর আগে