সিএমএম কোর্ট
ঢাকা সিএমএম কোর্ট প্রাঙ্গণের আগুন নিয়ন্ত্রণে
ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত প্রাঙ্গণের পুলিশ সুপারের কার্যালয়ের নিচতলায় মঙ্গলবার দুপুরে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, দুপুর সোয়া ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। আর দুপুর ২টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা করছে। আরও একটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে।
দুপুর আড়াইটার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: রাজধানীর শ্যামপুরে টেক্সটাইল মিলের আগুন নিয়ন্ত্রণে
আগুনে ঘুমন্ত ব্যবসায়ীর মৃত্যু
ঢামেক হাসপাতালে আগুন: পালানোর সময় রোগীর মৃত্যু
৭৭৪ দিন আগে
খুলনায় ‘কিশোর গ্যাং’র ৫ সদস্য আটক
খুলনায় কিশোর গ্যাং এর পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব-৬। মঙ্গলবার বিকালে লবণচরা থানার খানজাহান আলী সেতু এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব-৬ এর এসপি আল আসাদ মাহফুজুল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, কেএমপি খুলনার লবণচরা থানার খানজাহান আলী সেতুর নিচে ‘জিহাদ গ্যাং’ গ্রুপের কতিপয় সক্রিয় সদস্য একটি মেয়ে ও একটি ছেলেকে মারধর করছে এবং অসৎ উদ্দেশ্যে তাদের তুলে নেয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে পাঁচ সদস্যকে আটক এবং ভুক্তভোগী দুজনকে উদ্ধার করে র্যাব।
আটক কিশোর গ্যাং সদস্যরা প্রাথমিক জিঙ্গাসাবাদে তাদের অপরাধ স্বীকার করে এবং সংশোধনের জন্য র্যাবের নিকট প্রতিশ্রুতি দেয়।
মাহফুজুল হোসেন জানান, পরবর্তীতে তাদের সমাজসেবা অফিসের প্রবেশন কর্মকর্তার (সিএমএম কোর্ট) কাছে সংশোধনের জন্য পাঠানো হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ‘কিশোর গ্যাং’এর ৮ সদস্য আটক
তন্ময় হত্যার নেপথ্যে কিশোর গ্যাং!
১১৭৯ দিন আগে