মোস্তফা কামাল
গত ১০ বছরে বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়ন করেছে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, বাংলাদেশ গত ১০ বছরে বিশেষ করে কৃষি, শিল্প, বাণিজ্য ও সেবা খাতে অভূতপূর্ব উন্নয়ন করেছে।
কৃষি, গ্রামীণ অবকাঠামো, জলবায়ু পরিবর্তন ও নারীর ক্ষমতায়নসহ গ্রামীণ অর্থনীতির উন্নয়নে সহায়তার জন্য ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাদ) কে ধন্যবাদ জানান তিনি।
বুধবার সচিবালয়ে জাতিসংঘের সংস্থা ইফাদের প্রতিনিধি দলের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের বৈঠকে মোস্তফা কামাল এসব কথা বলেন।
ইফাদ-এর নবনিযুক্ত কান্ট্রি ডিরেক্টর আরনাউদ হ্যামিলার্স প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এবং বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন নেতৃত্ব দেন। বৈঠকে ইফাদ ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন ও এসডিজি চ্যালেঞ্জ মোকাবিলায় অন্যান্য উন্নয়ন সহযোগীদের মতো খাদ্য প্রক্রিয়াজাতকরণে সহজ শর্তে বাংলাদেশকে অর্থায়ন করার জন্য ইফাদকে অনুরোধ করেন।
চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশে ইফাদের অর্থায়নে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, এসডিজি ও কোভিড-১৯ ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
আরও পড়ুন: আগামী অর্থবছরে মাথাপিছু আয় ৩ হাজার ৬৯ মার্কিন ডলারে পৌঁছাবে: অর্থমন্ত্রী
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার ১৭তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
এখন মানুষের ক্রয় সক্ষমতা আছে: অর্থমন্ত্রী
২ বছর আগে
এখন মানুষের ক্রয় সক্ষমতা আছে: অর্থমন্ত্রী
সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ নেয়ায় দেশের জনগণ করোনা মহামারির প্রভাব কাটিয়ে আর্থিকভাবে ঘুরে দাঁড়িয়েছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।
বুধবার ক্রয়সংক্রান্ত কমিটি (সিসিপিপি) এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির (সিসিইএ) বৈঠক শেষে অনলাইন ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।
বিদ্যুতের শুল্ক আরও বাড়ানো হলে জনগণ কীভাবে তা পরিশোধ করবে এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমার বিশ্বাস মানুষ এখন ভালো আর্থিক অবস্থার মধ্যে আছে এবং তাদের অর্থ খরচের সামর্থ্য রয়েছে।
আরও পড়ুন: শিশুদের শৈশব থেকেই প্রযুক্তির সঙ্গে পরিচিত করাতে হবে: শিক্ষামন্ত্রী
তিনি বলেন, আমি এই ধারণার সঙ্গে একমত না যে জনগণের বিদ্যুতের জন্য বর্ধিত শুল্ক পরিশোধ করার সামর্থ্য নেই।
তিনি বলেন, তবে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো প্রস্তাব আপাতত আমাদের হাতে নেই। এমন কোনো প্রস্তাব এই মুহূর্তে আমাদের কাছে আসেনি। প্রস্তাব এলে পরে এ ব্যাপারে জানাতে পারব। তখন এ বিষয়ে কথা বলব।
আরও পড়ুন: খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আইনগত সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
বাঙালি জাতি চ্যালেঞ্জ মোকাবিলা করতে জানে: পররাষ্ট্রমন্ত্রী
২ বছর আগে