পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন
বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
২০২২ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বৃহস্পতিবার বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এই কার্যক্রমের উদ্বোধন করেন।
আরও পড়ুন: সারা বিশ্বে পাঠ্যপুস্তক বিতরণের এমন উদাহরণ আর নেই: শিক্ষামন্ত্রী
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের কয়েকজন শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেন।
২০২২ শিক্ষাবর্ষে সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তর পর্যন্ত চার কোটি ১৭ লাখ শিক্ষার্থীর মধ্যে প্রায় ৩৪ কোটি ৭০ লাখ কপি পাঠ্যবই বিতরণ করা হবে।
আরও পড়ুন: এবারও ১ জানুয়ারি পাঠ্যপুস্তক বিতরণ: শিক্ষামন্ত্রী
ইতোমধ্যে দেশের প্রতিটি উপজেলায় পাঠ্যপুস্তক পাঠানো হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন।
২ বছর আগে