কুমিল্লা বোর্ডে পাশের হার
কুমিল্লা বোর্ডে পাশের হার ৯৬.২৭ শতাংশ
কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার পাশের হার শতকরা ৯৬ দশমিক ২৭, যা গেল বছরের তুলনায় প্রায় ১১ ভাগ বেশি।
জানা গেছে, এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে দুই লাখ ১৯ হাজার ৭০৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাশ করেছে দুই লাখ ১১ হাজার ৫০৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬২৬ জন। গেল বছরের চাইতে জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা বেড়েছে চার হাজার ৩৮১।
আরও পড়ুন: এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে পাসের হার কমেছে
কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান জানান, বোর্ডের আওতাধীন ছয় জেলায় এক হাজার ৭৫৫ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩৫৫ টিতে শতভাগ পাশ করেছে। কোন প্রতিষ্ঠানে শুন্য পাশ নেই।
এ বছরের এসএসসি পরীক্ষায় পাসের হার ৯৪ দশমিক আট শতাংশ, মাদরাসায় ৯৩ দশমিক ৩৩ শতাংশ এবং কারিগরি পরীক্ষায় ৮৮ দশমিক ৪৯ শতাংশ। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: এসএসসি: কুমিল্লা বোর্ডে প্রতিষ্ঠান ও কেন্দ্র বাড়লেও পরীক্ষার্থী কমেছে
২ বছর আগে