মানবিক বিভাগ
সাভারে ছাত্রদের ক্রিকেট স্টাম্পের আঘাতে কলেজ শিক্ষকের মৃত্যু
সাভারে কিছু ছাত্রের ক্রিকেট স্টাম্পের আঘাতে গুরুতর জখম হওয়া কলেজ শিক্ষক সোমবার ভোররাতে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা গেছেন।
নিহত উৎপল কুমার সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বাসিন্দা।
এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অপারেশন থিয়েটার ইনচার্জ নাসির উদ্দিন জানান, সোমবার সকাল ৬টার দিকে উৎপল কুমার চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি আরও জানান, উৎপল আশুলিয়ার জামগোড়ার কাঁঠালতলা এলাকার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের প্রভাষক ছিলেন।
আরও পড়ুন: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষকের মৃত্যু
পুলিশ জানায়, প্রতি বছরের মতো শনিবার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজে ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। দুপুর ২টার দিকে, পূর্ব শত্রুতার জেরে মাঠের একপাশে দাঁড়িয়ে থাকাকালীন উৎপলকে হঠাৎ করে কিছু ছাত্র ক্রিকেট স্টাম্প দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরে উৎপলকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর থেকে অভিযুক্ত একই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পলাতক আছে।
আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক।
আরও পড়ুন: পঞ্চগড়ে ভ্যান-মোটর সাইকেল সংঘর্ষে শিক্ষকের মৃত্যু
২ বছর আগে
বরিশাল বোর্ডে পাসের হার ৯০.১৯ শতাংশ
বরিশাল বোর্ডে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৯০ দশমিক ১৯ শতাংশ। এ বছর বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২শ’ ১৯ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার সকালে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বিষয়টি নিশ্চিত করেছেন।এবারও বরিশাল বোর্ডে পাসের হারে মেয়েরা বরাবরের মতো এগিয়ে রয়েছে। তাদের পাসের হার ৯১ দশমিক ২৫ শতাংশ এবং ছেলেদের পাশের হার ৮৯ দশমিক ১৭ শতাংশ। মোট শিক্ষার্থীদের মধ্যে ৫১ হাজার ৪৬৩ জন ছেলে এবং ৫০ হাজার ৪শ’ ৫৪ জন মেয়ে উর্ত্তীণ হয়েছে।
বরিশাল বোর্ডে বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ পাসের হার ৯২ দশমিক ৬৪ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৯২ দশমিক ১৫ শতাংশ এবং মানবিক বিভাগে পাসের হার সর্বনিম্ন ৮৮ দশমিক ৭২ শতাংশ।
আরও পড়ুন: এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৯৩.৫৮ শতাংশ
কুমিল্লা বোর্ডে পাশের হার ৯৬.২৭ শতাংশ
২ বছর আগে