কলেজ শিক্ষক নিহত
পাবনায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত
পাবনার বেড়া উপজেলায় মোটরসাইকেল ও করিমন গাড়ির সংঘর্ষে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আমিনপুর থানার নতুন বাজার হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজ শিক্ষক শাহিনুর রহমান লিটন মিয়া (৪৩) সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের আহম্মদপুর গ্রামের মৃত শামসুর রহমান সামা মিয়ার ছেলে। তিনি কাশিনাথপুর শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের গ্রন্থাগার প্রভাষক এবং পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সভাপতির দায়িত্বে ছিলেন।
স্থানীয়রা জানান, সন্ধা সাড়ে ৭টার দিকে আমিনপুর বাজার এলাকায় কাজ শেষ করে মোটরসাইকেলে আহম্মদপুরের বাড়ির দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় আমিনপুর নতুন বাজার হাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক হতে একটি বেপরোয়া গতির করিমন গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন তিনি।
আরও পড়ুন: কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।
শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তরিত কুমার কুন্ডু বলেন, ‘তিনি এই কলেজের একজন আদর্শ শিক্ষক ছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত।’
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন: কাহালুতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক নিহত
১০ মাস আগে
বগুড়ায় বাসের ধাক্কায় কলেজশিক্ষক নিহত
বগুড়া সদরে রাস্তা পারাপারের সময় রংপুরগামী বাসের ধাক্কায় এক কলেজশিক্ষক নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১০টায় বগুড়া-রংপুর মহাসড়কের ঝোপগাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাফিজুর রহমান (৫০) জেলার ধুনট উপজেলার মিজানুর রহমান সরকারের ছেলে। তিনি জেলার উপশহরের ভাড়া বাসায় বসবাস করতেন।
আরও পড়ুন: দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে নিহত ৯
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, হাফিজুর রহমান বগুড়া থেকে কর্মস্থল দিনাজপুর জেলার ঘোড়াঘাট সরকারি কলেজে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।
তিনি আরও জানান, স্থানীয় জনগণ বাসটি আটক করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন: সিলেটে শিশুদের ঝগড়ার জেরে সংঘর্ষ, নিহত ১
১ বছর আগে
চকরিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে কলেজশিক্ষক নিহত, আহত ৮
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক কলেজশিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার হারবাং লালব্রিজ এলাকায় এ দুর্ঘটনায় আরও আট যাত্রী আহত হয়েছেন।
নিহত নুরুল আলম (৪০) চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড বিনামারা এলাকার মোস্তাক আহমদের ছেলে ও বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক।
আরও পড়ুন: অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নোবিপ্রবির শিক্ষার্থী নিহত
আহতরা হলেন- সিলেটের মো.আজগর আলীর ছেলে মো. হেলাল উদ্দিন (২৮), সফিক আলীর ছেলে মো. শামিম (২৭), তোতা মিয়ার ছেলে লেদু মিয়া (৪৮), নোয়াখালীর অজি উল্লাহর ছেলে আশরাফ (২৫) তার ভাই কলিম উল্লাহ (৩৭) ও পেকুয়ার শিলখালী ইউনিয়নের আবুল কালামের ছেলে মিশকাত (২১) ও মো. শফির ছেলে মোজাফ্ফর হোসেন (২৮)।
চিরিঙ্গা হাইওয়ে ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস চকরিয়ার হারবাং লালব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীতদিক থেকে আসা চট্টগ্রামগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন।
আরও পড়ুন: চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ২ এসএসসি পরীক্ষার্থী নিহত
তিনি জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
২ বছর আগে